Read in English
This Article is From Dec 26, 2018

রেল- রোড সেতু দিয়ে অনায়াসে ছুটবে সামরিক ট্যাঙ্ক

ভারতের দীর্ঘতম রেল- রোড সেতুর উদ্বোধন করেছেন  প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী।

Advertisement
অল ইন্ডিয়া

অরুণচল সীমান্তে পৌঁছতে এখন থেকে অনেক কম সময় লাগবে সেনা জওয়ানদের।

Highlights

  • ভারতের দীর্ঘতম রেল- রোড সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
  • দুই রাজ্যের মানুষের বহু বছরের চাহিদা ছিল এই সেতু
  • ৫ হাজার ৬০০ কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি করা গিয়েছে

ভারতের দীর্ঘতম রেল- রোড সেতুর উদ্বোধন করেছেন  প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী। অসম এবং অরুণাচল প্রদেশ- এই দুই রাজ্যের মানুষের বহু বছরের চাহিদা ছিল এই সেতু। কিন্তু শুধু  দুই রাজ্যের নাগরিক নয় সেনা জওয়ানদের কাজে  লাগবে  নতুন সেতু। প্রায় দুদশক সময় এবং ৫ হাজার ৬০০ কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি করা গিয়েছে। অনেকেই মনে  করছেন এই বিপুল অর্থ খরচ করে তৈরি সেতু সাহায্য করবে সেনা বাহিনীকে। অরুণচল সীমান্তে পৌঁছতে এখন থেকে অনেক কম সময় লাগবে সেনা জওয়ানদের।

শুধু তাড়াতাড়ি যাওয়া নয়, ভারতের ৬০ টনের সামরিক ট্যাঙ্কও ছুটতে পারবে এই  সেতু দিয়ে। এ ধরনের ট্যাঙ্কের উপর বিমান অবতরণ করে। এর আগে ২০১৭ সালে  ঢোলা-সাদিয়া সেতুর উদ্বোধন হয়। সেটিও প্রযুক্তির দিক থেকে  সেনা বাহিনীকে সাহায্য করছে। দীর্ঘ  দুদশকের অপেক্ষার পর শেষমেশ তৈরি হল ডবল ডেকার রেল অ্যান্ড রোড ব্রিজ। ব্রহ্মপুত্র নদের উপর এই  সেতু নির্মাণের দাবি  বহুদিন ধরেই করে আসছিলেন অসম এবং অরুণাচল প্রদেশের মানুষ। সেই মতো ১৯৯৭ সালে  তৎকালীন প্রধানমন্ত্রী  এইচডি ডি দেবেগৌড়া  রেল- রোড ব্রিজের শিলান্যাস করেন। কয়েক বছর আটকে থাকার পর ২০০২ সালে নির্মাণ কাজের সূচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অধুনা প্রয়াত অটলবিহারী বাজপেয়ী।

Advertisement