This Article is From Sep 07, 2019

বিমানেই অসুস্থ যাত্রী, দিল্লি-মালয়েশিয়াগামী বিমানের জরুরি অবতরণ কলকাতায়

বিমানের মধ্যেই অসুস্থ হন এক যাত্রী, Indigo-র পাইলট জরুরি অবতরণের অনুমতি নিয়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামালেন বিমান।

বিমানেই অসুস্থ যাত্রী, দিল্লি-মালয়েশিয়াগামী বিমানের জরুরি অবতরণ কলকাতায়

বিমান থেকে অসুস্থ যাত্রীকে নামানোর পরে ফের যাত্রা শুরু করে Indigo-র বিমান।

কলকাতা:

শুক্রবার নয়াদিল্লি থেকে কুয়ালালামপুরগামী একটি ইন্ডিগো বিমানকে জরুরি অবতরণ করাতে হয় কলকাতা বিমানবন্দরে। বিমানের মধ্যেই এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় পাইলট বিমানের (Indigo) জরুরি অবতরণ করাতে বাধ্য হন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই অসুস্থ যাত্রীকে বিমান থেকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। এরপর ফের নিজের গন্তব্যের অভিমুখে যাত্রা করে ইন্ডিগো বিমানটি। জানা গেছে, যখন উড়ান দিচ্ছিল ওই বিমানটি তখনই আকাশপথে অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। তৎক্ষণাৎ বিমানটির পাইলট তৎপর হয়ে যোগাযোগ করেন কলকাতা বিমানবন্দর (NSC Bose International Airport ) কর্তৃপক্ষের সঙ্গে। ওই বিমানটিকে জরুরি অবতরণ করানোর জন্যে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে অনুমতি চান ইন্ডিগোর পাইলট। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অনুমতি মেলার পরেই কলকাতা বিমানবন্দরে অবতরণ (Kolkata emergency landing) করানো হয় বিমানটিকে।

কলকাতায় নামার সময় পিছলে ডান দিকে ঘুরে গেল স্পাইসজেটের বিমান

জানা গেছে, বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়ার পর সেটি নিরাপদে নামে কলকাতা বিমানবন্দরে। 

খবর পেয়ে বিমানের কাছে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স এবং অসুস্থ যাত্রীকে বিমান থেকে সাবধানে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের আধিকারিকরা।

কলকাতা বিমান বন্দরে বিমান থেকে তেল বেরিয়ে বিপত্তি

তবে ওই হঠাৎ অবতরণের কারণে বিমানবন্দরের স্বাভাবিক বিমান চলাচল প্রভাবিত হয়নি বলেই জানিয়েছেন তাঁরা।

.