Read in English
This Article is From Jul 31, 2019

ইন্ডিগোর নয়া চমক, কলকাতা থেকে সরাসরি ভিয়েতনামের উড়ান শুরুর ঘোষণা

ইন্ডিগোর মুখ্য বাণিজ্যিক আধিকারিক জানান, ‘‘এটা সত্যিই খুবই বিশেষ মুহূর্ত ইন্ডিগোতে আমাদের সবার জন্য। কলকাতা হানোইয়ের সঙ্গে সংযুক্ত হল এই প্রথমবার।’’

Advertisement
অল ইন্ডিয়া

কলকাতা থেকে হানোইতে সরাসরি উড়ানের ঘোষণা ইন্ডিগোর

Highlights

  • কলকাতা থেকে হানোইতে সরাসরি উড়ানের ঘোষণা ইন্ডিগোর
  • বুকিং এরই মধ্যে শুরু হয়েছে
  • একপিঠের ভাড়া পড়বে ৯,৯৯৯ টাকা
কলকাতা:

বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo) কলকাতা (Kolkata) থেকে হানোইতে (Hanoi) সরাসরি উড়ানের ঘোষণা করেছে। ৩ অক্টোবর থেকে ওই উড়ান চালু হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটাই এই বিমান সংস্থার পঞ্চম গন্তব্য হতে চলেছে। কলকাতা থেকে ভিয়েত‌নামের রাজধানী হানোইতে এই উড়ানের কথা ইন্ডিগো ঘোষণা করেছে মঙ্গলবার। সকাল ১২.৪০ মিনিটে ওই উড়ান ((6E 1398)) কলকাতা থেকে হানোইয়ের উদ্দেশে যাত্রা করবে। ফিরতি উড়ান (6E 1399) বিকেল ৫.৫৫ মিনিটে কলকাতায় নামবে। একথা জানানো হয়েছে ইন্ডিগোর তরফে।

ইন্ডিগোর মুখ্য বাণিজ্যিক আধিকারিক উইলিয়াম বোল্টার জানান, ‘‘এটা সত্যিই খুবই বিশেষ মুহূর্ত ইন্ডিগোতে আমাদের সবার জন্য। কলকাতা হানোইয়ের সঙ্গে সংযুক্ত হল এই প্রথমবার।''

তিনি আরও বলেন, ‘‘এই মাইলস্টোন থেকে প্রতিফলিত হচ্ছে, সরকারের ‘অ্যাক্ট ইস্ট' নীতিকে মেনে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের পূর্বাঞ্চলকে যুক্ত করার নিরন্তর প্রয়াস করা হচ্ছে।''

Advertisement

বুকিং এরই মধ্যে শুরু হয়েছে। একপিঠের ভাড়া পড়বে ৯,৯৯৯ টাকা।

উইলিয়াম বোল্টার আরও বলেন, ‘‘হানোইয়ের জন্য বাড়তে থাকা চাহিদার দিকে লক্ষ রেখেছিলাম আমরা। কারণ এর ঐতিহাসিক স্থাপত্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ফরাসি সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। সেখানকার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতার দিকে তাকিয়ে আমরা আশা করছি বৌদ্ধ যাত্রীদের দিক থেকে প্রভূত চাহিদা তৈরি হবে।''

Advertisement

গত সপ্তাহেই ইন্ডিগো ঘোষণা করে কলকাতা থেকে ইয়াঙ্গন নিয়মিত বিমান পরিষেবা চালুর কথা। আগামী ২০ সেপ্টেম্বর থেকে তা চালু হবে। এখানেই শেষ নয়। আগস্টের মাঝামাঝি সময় থেকে কলকাতা ও হাংকংয়ের মধ্যে বিমান পরিষেবা চালু হবে।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য ইন্ডিগোকে জানান, কলকাতা ও হানোইয়ের মধ্যে এই প্রথম বিমান পরিষেবা চালু হল।

Advertisement

তিনি বলেন, ‘‘শহরের কোনও উড়ান সরাসরি ভিয়েতনামে পৌঁছত না এখনও পর্যন্ত। কলকাতা বিমানবন্দর যতটা জানে, এটা খুবই ভাল ব্যাপার যে, এই বিমান সংস্থা কলকাতা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে পরিষেবা চালু করছে।''

Advertisement