This Article is From Sep 06, 2019

অক্টোবরের ১৮ থেকেই কলকাতা-হো চি মিন সিটি সরাসরি উড়ান, ঘোষণা করল IndiGo

Kolkata-Ho Chi Minh City Fligh: ইন্ডিগো বিভিন্ন শহরকে সংযুক্ত করে চলেছে যা বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হিসাবে বিবেচিত।

অক্টোবরের ১৮ থেকেই কলকাতা-হো চি মিন সিটি সরাসরি উড়ান, ঘোষণা করল IndiGo

ইন্ডিগোর বিমানে চড়ে এবার সরাসরি যাতায়াত করতে পারবেন Kolkata-Ho Chi Minh City

কলকাতা:

স্বল্পমূল্যের বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো বৃহস্পতিবার কলকাতা-হো চি মিন সিটি (Kolkata-Ho Chi Minh City) রুটে বিমান চালানোর ঘোষণা করেছে। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ওই রুটে নন-স্টপ ফ্লাইট চালাবে অসামরিক বিমান পরিবহন সংস্থাটি (IndiGo)। এটি ভিয়েতনামের এই এয়ারলাইন্সের দ্বিতীয় গন্তব্য হবে। গত মাসের গোড়ার দিকে, স্বল্পমূল্যের ওই বিমান পরিবহন সংস্থাটি বলেছিল যে তাঁরা ৩ অক্টোবর থেকে কলকাতা-হ্যানয় বিমান পরিষেবা শুরু করবে। তখন থেকে এই রুটের বুকিং চলছে জোরকদমে। ইন্ডিগোর চিফ কমার্শিয়াল অফিসার উইলিয়াম বাউল্টার বলেন, "আমরা কলকাতা-হ্যানয় রুটে খুব উৎসাহজনক প্রতিক্রিয়া পেয়েছি যাত্রীদের মধ্যে থেকে এবং হো চি মিন সিটি ও কলকাতার মধ্যে এই নতুন বিমান সংযোগের জন্য আমরা প্রচুর যাত্রী পরিবহনের আশ্বাস পাচ্ছি।"

ইন্ডিগোর নয়া চমক, কলকাতা থেকে সরাসরি ভিয়েতনামের উড়ান শুরুর ঘোষণা

 ইন্ডিগো বিভিন্ন শহরকে সংযুক্ত করে চলেছে যা বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হিসাবে বিবেচিত। বাউল্টার বলেন যে হো চি মিন সিটি একটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। এই বিমান পরিষেবার মাধ্যমে এবার তাই কলকাতা তথা গোটা ভারতের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের সঙ্গে হো চি মিন সিটির যোগাযোগ রাখা সহজ হবে।

ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পাঁচটি সবচেয়ে সস্তা এয়ারলাইন্সের সূচিতে

স্বল্পমূল্যের বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো তার বিবৃতিতে বলেছে, "১৮অক্টোবর, ২০১৯ থেকে ইন্ডিগো কলকাতা এবং হো চি মিন সিটির মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবে। এই বিমানগুলি চালু হওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিগো'র নেটওয়ার্কে অঞ্চলে হো চি মিন সিটি ৭ম দক্ষিণ-পূর্ব এশীয় দেশে পরিণত হবে "।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.