This Article is From Nov 19, 2018

Indira Gandhi Birthday: ''ক্ষমা করাই বীরেদের গুণ'', জেনে নিন তাঁর দশটি মহান বিচার সম্পর্কে

তিনি ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ এবং ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন

Indira Gandhi Birthday: ''ক্ষমা করাই বীরেদের গুণ'', জেনে নিন তাঁর দশটি মহান বিচার সম্পর্কে

Indira Gandhi Birthday: ১৯১৭ সালের ১৯ শে নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

হাইলাইটস

  • आज इंदिरा गांधी की जयंती है.
  • इंदिरा गांधी भारत की पहली महिला प्रधानमंत्री थी.
  • इंदिरा गांधी 16 साल तक देश की प्रधानमंत्री रहीं थीं.
নিউ দিল্লি: ১৯১৭ সালের ১৯ শে নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি যে শুধুমাত্র আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তাই নয়, সেই সাথে তিনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যাও ছিলেন। জওহরলাল নেহেরুর পরে তিনিই সবচেয়ে বেশি সময় ভারতের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন। তিনি ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ এবং ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন। পদে থাকা কালিনই তাঁকে হত্যা করা হয়েছিল। তাঁর বহু কঠোর নিয়মের জন্য তিনি সারা পৃথিবী বিখ্যাত। দেশের অর্থ ব্যবস্থাকে দৃঢ় করে তোলার জন্য তিনি যে পন্থা অবলম্বন করেছিলেন, তা সত্যিই নজির হয়ে রয়ে গেছে।

ইন্দিরা গান্ধীর কিছু মহান বিচার 

1. ''কোনো দেশের শক্তি সে নিজে কি করছে তার ওপরে নির্ভর করে, সে অন্যের থেকে কি ধার নিচ্ছে তার ওপর নয়। ''

2. ''ক্ষমা করা বীরেদের একটা গুণ। ''

3. ''নিজেকে আবিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হল, অন্যের সেবায় আত্মনিয়গ করা।''  
 

4. ''যারা ভিতু হয়, তারা একদিন পৃথিবীকে করায়ত্ত করতে পারলেও কোনো দিনই শীর্ষ স্থানে পৌঁছাতে পারবে না।'' 

5.''শহীদের আত্মত্যাগ কিছু শেষ করে না, বরং সেটা একটা শুরু মাত্র। ''

6. ''লোকেরা নিজেদের কর্তব্যের কথা ভুলে যায়, কিন্তু অধিকারের কথা মনে রাখে।''

7. ''প্রশ্ন করার স্বাধীনতা মানব প্রগতির ভিত্তি। ''

8. ''আপনি কখনই হাত মুঠো করে কাউর সাথে হাত মেলাতে পারবেন না, হাত মেলানোর জন্য হাত খুলতে হয়। ''
 

9.  ''যেখানে ইচ্ছা নেই, সেখানে প্রেমও নেই। ''

10.''আপনি যখনই এক পা এগাবেন, তখন আপনার সামনে সমস্যা তো আসবেই। ''

 



Post a comment
.