This Article is From Sep 29, 2018

সুনামির হানা: ইন্দোনেশিয়ায় প্রায় 400 মানুষের মৃত্যু

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত্যু হল প্রায় 400 মানুষের।

সুনামির হানা: ইন্দোনেশিয়ায় প্রায়  400 মানুষের মৃত্যু

ওই শহরে প্রায়  350,000 মানুষ এখন বাড়ি ছাড়া।

হাইলাইটস

  • ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত্যু হল প্রায় 400 মানুষের
  • শক্তিশালী ভূমিকম্প থেকেই এই সুনামির সৃষ্টি হয়েছে
  • সরকারি হিসেবে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 384
পলু, ইন্দোনেশিয়া:

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃত্যু হল প্রায় 400 মানুষের। শক্তিশালী ভূমিকম্প থেকেই এই সুনামির সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। হাসপাতালে সকলের চিকিৎসার ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে প্রশাসন।  সরকারি হিসেবে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 384। এঁরা  সকলেই সুনামির কবলে পড়া পলু শহরের বাসিন্দা। ওই শহরে প্রায়  350,000 মানুষ এখন বাড়ি ছাড়া। 1.5 মিটার বা পাঁচ ফুট উঁচু সুনামিতে গোটা শহর যেন মৃত্যুপুরী।  একই সঙ্গে শুক্রবার থেকে এখানে একটি বিচ ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা ছিল। তার জন্য এসে জড়ো হয়েছিলেন কয়েকশো মানুষ। তাঁদের সন্ধান মেলেনি। হাসপাতালে জায়গা না মেলায় খোলা আকাশের নীচে চিকিৎসা হচ্ছে বহু মানুষের। ঘটনার  ভিডিয়ো  প্রকাশ্যে এসেছে। ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায়  80 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা থেকে তোলা ভিডিয়োতে দেখা যাচ্ছে জলরাশির ঝাপটায় একের পরএক বাড়ি  ভেঙে পড়ছে।  

রুসিদান্ত নামে এক বাসিন্দা জানান,এই কান্ড থেকে ছুটে নিজের প্রাণ বাঁচান তিনি। এর আগে জুলাই এবং অগাস্ট মাসে ইন্দোনেশিয়ায় পরপর কয়েকটি ভূমিকম্প হয়। তবে  এবারেরটির শক্তি ছিল অনেক বেশি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল  7.5।   

রাষ্ট্রপতি জানিয়েছেন উদ্ধার কাজে  হাত লাগিয়েছে সেনা বাহিনী। আগে ইন্দোনেশিয়ার উদ্ধারকাজ চালানো সংস্থার প্রধান মহম্মদ স্যাগুই সংবাদ সংস্থা এএনআইকে  জানান আমরা শিশুদের উদ্ধার করতে বেশি জোর দিচ্ছি। কারণ সুনামি স্রোতে তাঁদেরই  বয়ে যাওয়ার সম্ভবনা বেশি। এই ঘটনায় গোটা শহরটাই প্রায় তছনছ হয়ে গিয়েছে। বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ভেঙে গিয়েছে বহু রাস্তা। একটি শপিং মলের ছবি দেখা গিয়েছে, তাতেও স্পষ্ট  ধ্বংসের ছাপ। প্রথমে একটি জোরালো ভূমিকম্প হয়। পরে আরও কয়েকবার ভূমি কেঁপে ওঠে।

.