মুম্বইয়ের একটি আদালতে মঙ্গলবার এই মামলা দায়ের হয়েছে।
হাইলাইটস
- 2015 সালে খুনের ঘটনা প্রকাশ্যে আসে
- তদন্তকারীদের দাবি ঘটনাটা 2012 সালের এপ্রিল মাসের
- সেই ঘটনায় জেলে রয়েছেন পিটার এবং ইন্দ্রানি
মুম্বই: বিবাহ বিচ্ছেদের মামলা করলেন সিনা বরা খুনের মামলায় অভিযুক্ত পিটার মুখোপাধ্যায় এবং ইন্দিরা মুখোপাধ্যায়। মুম্বইয়ের একটি আদালতে মঙ্গলবার এই মামলা দায়ের হয়েছে। 2015 সালে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। প্রথমে গ্রেফতার হন ইন্দ্রানি। পরে পিটারকে জেলে যেতে হয়। দুজনেই এখন জেলে রয়েছেন। গত এপ্রিল মাসে ইন্দ্রানি পিটারকে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নোটিশ পাঠান। শুধু তাই নয় আদালতে তিনি আরেকটি আবেদন করেন। সেখানে তিনি জানান জেলের মধ্যে তাঁর প্রাণ চলে যেতে পারে। তাই তাঁকে জামিন দেওয়া হোক। কিনতি সেই আবেদন খারিজ হয়েছে। এবার বিবাহ বিচ্ছেদের পথ ধরলেন স্বামী- স্ত্রী।
বছর তিনেক আগে এই মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। তবে তদন্তকারীদের দাবি ঘটনাটা 2012 সালের এপ্রিল মাসের। সিনা সম্পর্কে ইন্দ্রানির প্রথম পক্ষের মেয়ে। পরে পিটারের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রায় তিন বছর মৃত্যুর বিষয়টি চেপে রেখেছিলেন ইন্দ্রানি। কেউ জানতে চাইলে তিনি বলতেন সিনা আমেরিকায় আছে। অন্য একটি ঘটনার তদন্ত করতে গিয়ে এই বিষয়টি প্রকাশ্যে আসে। ইন্দ্রানির গাড়ির চালক এবং প্রাক্তন স্বামীকে গ্রেফতার করা হয়। সে সময় প্রায় প্রতিদিনই মৃত্যু রহস্য সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে আসতে থাকা। খুনের ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে। এরই মধ্যে প্রথমে গ্রেফতার হন ইন্দ্রানি। পরে জেলে যেতে হয় পিটারকে। জেলে থাকা অবস্থাতেই বিবাহ বিচ্ছেদ চাইলেন দুজন।