This Article is From Oct 16, 2018

"আমি মারা গেলে সিবিআই কি তার দায় নেবে?" জানালেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়

প্রাক্তন মিডিয়া কর্তা এবং শিনা বোরা হত্যা মামলার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়  আজ মঙ্গলবার মুম্বাইতে সিবিআই আদালতে তাঁর জামিনের আবেদন নিয়ে তর্কের ঝড় বইয়ে দেন।

Advertisement
অল ইন্ডিয়া Translated By (with inputs from Agencies)

তিনি 'স্নায়বিক সমস্যা'তে ভুগছেন বলে দাবি করেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

মুম্বাই:

প্রাক্তন মিডিয়া কর্তা এবং শিনা বোরা হত্যা মামলার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়  আজ মঙ্গলবার মুম্বাইতে সিবিআই আদালতে তাঁর জামিনের আবেদন নিয়ে তর্কের ঝড় বইয়ে দেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে জামিনের আবেদন করেছেন। জানা গিয়েছে তাঁর 'স্নায়বিক সমস্যা'র জন্য এই আবেদন করেন ইন্দ্রাণীদেবী। তিনি আদালতে দাঁড়িয়ে বলেন, "আমি মারা গেলে সিবিআই তার দায় নেবে কি"?

 

"আমি জামিনের আবেদন করেছি আমার শারীরিক অবস্থার জন্য, অসুস্থ স্বাস্থ্যের জন্য", বলেন তিনি। 

Advertisement

 

গত মাসেই আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। ওই আবেদনেও তিনি শারীরিক কারণের কথাই উল্লেখ করেছিলেন। যদিও আদালত  তখন জানিয়েছিল তাঁর এই দাবি অতিরঞ্জিত। 

Advertisement

 

এই নতুন আবেদনে ইন্দ্রাণী জানান তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। তাঁর মস্তিষ্কে স্নায়বিক সমস্যা হচ্ছে এখন।

Advertisement