This Article is From Mar 25, 2020

শিল্পপতি হর্ষ নেওটিয়া কোয়ারান্টিন সেন্টার গড়তে রাজ্যকে দিলেন 'ফোর্ট রায়চক' 

পশ্চিমবঙ্গের শিল্পপতি হর্ষ নেওটিয়া নিজের রায়চকের রিসর্ট ‘ফোর্ট রায়চক’ তুলে দিতে চাইলেন রাজ্য সরকারের হাতে। রাজ্য সরকার তাঁর সেই প্রস্তাবে সাড়া দিয়েছে।

শিল্পপতি হর্ষ নেওটিয়া কোয়ারান্টিন সেন্টার গড়তে রাজ্যকে দিলেন 'ফোর্ট রায়চক' 

হর্ষবর্ধন নেওটিয়া জানিয়েছেন, আর এক বা দু’দিনের মধ্যেই সরকারের হাতে তুলে দেওয়া হবে।

হাইলাইটস

  • শিল্পপতি হর্ষ নেওটিয়া ‘ফোর্ট রায়চক’ তুলে দেবেন সরকারের হাতে
  • রায়চকের এই রিসর্টে ৩০টি স্যুট রয়েছে
  • রাজ্যে করোনা আতঙ্ক ক্রমে বাড়ছে

গোটা দেশের মতো কলকাতাতেও বাড়ছে করোনা আতঙ্ক। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের শিল্পপতি হর্ষ নেওটিয়া নিজের রায়চকের রিসর্ট ‘ফোর্ট রায়চক' তুলে দিতে চাইলেন রাজ্য সরকারের হাতে। যাতে সেটিকে কোয়ারান্টাইন বা আইসোলেশন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। রাজ্য সরকার তাঁর সেই প্রস্তাবে সাড়া দিয়েছে। ‘ফোর্ট রায়চক' কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ডায়মন্ড হারবারের সাব ডিভিশনার আধিকারিক। হর্ষবর্ধন জানিয়েছেন, আর এক বা দু'দিনের মধ্যেই সরকারের হাতে তুলে দেওয়া হবে রিসর্টটি।

"মানুষের কি মাথা খারাপ হয়েছে": লকডাউনেও জটলা দেখে 'মাথা গরম' অক্ষয় কুমারের

সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, ‘‘একটি সমস্যা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের পরিকাঠামোটি পরিস্থিতির মোকাবিলায় সাহায্য করতে পারে। আমরা আমাদের রিসর্টের ৩০টি স্যুটই দিতে চাই। এই মুহূর্তে কোনও বাণিজ্যিক সুবিধা নেওয়ার কথা আমরা ভাবতে পারছি না। আমরা চাই সরকারকে যতটা সম্ভব সাহায্য করতে।''

তিনি আরও বলেন, ‘‘এর ব্যবহার নিয়ে আমরা কোনও শর্ত রাখিনি। এটা সরকারের উপরে। এটাকে কোয়ারান্টাইন ও আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিংবা চিকিৎসা কর্মীদের আবাসস্থল হিসেবে।''

নেওটিয়া আরও বলেন, তাঁর সংস্থা খাবার ও অন্যান্য সাহায্য করবে, কেবল মেডিক্যাল সহায়তা ছাড়া। তাঁর মতে হোটেলের থেকে বাংলোকে কোয়ারান্টাইন বা আইসোলেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা অধিক সুবিধাজনক।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.