This Article is From Dec 12, 2019

‘‘এদেশে শিল্পপতিরা সিবিআই কর নিয়ে ভীত’’: মমতা বন্দ্যোপাধ্যায়

সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি ব্যবসায়ীদের রাজ্যে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, এখানে কোনও মানসিক দুশ্চিন্তা নেই।

‘‘এদেশে শিল্পপতিরা সিবিআই কর নিয়ে ভীত’’: মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের রাজ্যে বিনিয়োগ করার আহ্বান জানান।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার জানালেন দেশের শিল্পপতিরা ‘‘সিবিআই কর'' (CBI taxes) দেওয়া নিয়ে ভীত। নিয়মিত শুল্ক তাঁরা দিলেও এই কর নিয়ে তাঁরা বিশেষ ভীত। এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী। কী এই ‘‘সিবিআই কর''? মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, সিবিআইয়ের থেকে ছাড় পাওয়ার কথা বলেছেন তিনি। ‘বেঙ্গল বিজনেস কনক্লেভ'-এর সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি ব্যবসায়ীদের রাজ্যে বিনিয়োগ করার আহ্বান জানান। বলেন, এখানে কোনও মানসিক দুশ্চিন্তা নেই।

তিনি বলেন, ‘‘... আমি আমার শিল্পপতি বন্ধুদের কাছ থেকে জেনেছি তাঁরা বহু সমস্যার সামনে পড়েছেন। আপনাদের অনেক কর দিতে হয়। আয়কর, শুল্ক, সিবিআই কর। সকলেই ব্যবসা করতে ভয় পাচ্ছেন।''

তিনি আরও বলেন, ‘‘এই নিয়ে মানসিক দুশ্চিন্তা রয়েছে। এভাবে চলতে থাকলে তাঁরা ব্যবসা করবেন?''

মুখ্যমন্ত্রী কর্পোরেটদের নিশ্চিত করেন তাঁরা এরাজ্যে ব্যবসা করতে এলে সম্পূর্ণ সহযোগিতা পাবেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্তের আবেদনের শুনানি

তিনি বলেন, ‘‘আমি চাই আমার কৃষকরা, শিল্পপতিরা ও স্থানীয়রা সবাই শান্তিতে থাকুন। বাংলায় আমরা আপনাদের নিশ্চিত করতে পারি যে আমাদের মন‌োভাব ও আতিথেয়তা আপনাদের সাহায্য করবে (ব্যবসা করতে)।''

মুখ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীরা এদেশে কেন্দ্রীয় সংস্থাগুলির থেকে ভীত— সিবিআই, আয়কর ও ইডি।

দু'দিনের সমাবেশ শেষ হল বৃহস্পতিবার। রাজ্য সরকার ঘোষণা করবে এই সমাবেশে এসে সংস্থাগুলি কত টাকা লগ্নি করল রাজ্যে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.