Read in English
This Article is From Mar 14, 2020

করোনা ভাইরাসের আতঙ্কে বেঙ্গালুরু ভবন খালি করে দিচ্ছে ইনফোসিস

Infosys: "সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে আইআইপিএম বিল্ডিংটি খালি করছি, কেননা ওখানের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে", জানান ১ কর্তা

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Coronavirus Outbreak: করোনা সংক্রমণের ভয়ে বেঙ্গালুরুর এই ভবনটিই খালি করে দিচ্ছে ইনফোসিস

Highlights

  • করোনা ভাইরাসে বর্তমানে দেশে আক্রান্ত ৮৫ জন
  • এই মারণ ভাইরাসের সংক্রমণের ভয়ে বেঙ্গালুরুর অফিস খালি করছে ইনফোসিস
  • কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে গ্লোবাল সফটওয়্যার সংস্থাটি
বেঙ্গালুরু:

দেশ তথা বিশ্বজুড়ে এখন আতঙ্কের একটাই নাম "করোনা ভাইরাস"। আর সেই আতঙ্ক কাঁপছেন সাধারণ মানুষ থেকে প্রযুক্তিবিদ, নেতা থেকে অভিনেতা। এবার ওই মারণ ভাইরাসের (Coronavirus) সংক্রমণের ভয়ে বেঙ্গালুরুর (Bengaluru) কার্যালয় খালি করে দিচ্ছে গ্লোবাল সফটওয়্যার সংস্থা ইনফোসিস। "সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে আইআইপিএম বিল্ডিংটি খালি করছি, কেননা ওখানের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে", একটি ই-মেল মারফৎ জানান বেঙ্গালুরু উন্নয়ন কেন্দ্রের (Infosys) প্রধান গুরুরাজ দেশপাণ্ডে (Gururaj Deshpande)। ১৯৯০ সাল থেকে বেঙ্গালুরুতে  ওই আইটি সংস্থার এক ডজনেরও বেশি কার্যালয় রয়েছে। "দয়া করে মনে রাখবেন যে এটা কেবলমাত্র আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে করা হচ্ছে এবং আমরা আমাদের নিরাপত্তার জন্যে ওই জায়গাটি স্যানিটাইজ করব", ই-মেলে জানিয়েছেন দেশপাণ্ডে।

আইটি মেজরের বেঙ্গালুরু উন্নয়ন কেন্দ্রের প্রধান বলেন, "আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে সোশ্যাল সাইটগুলিতে বা মানুষের মুখে মুখে যে ধরণের গুজব ছড়াচ্ছে সেই সব কথায় বিশ্বাস করবেন না বা নিজেও ওই ধরণের গুজব ছড়াবেন না"।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দ্বিতীয় মৃত্যু, মারা গেলেন ৬৮ বছরের বৃদ্ধা

Advertisement

ওই ইনফোসিস কর্তা কর্মচারীদের জরুরি অবস্থার ক্ষেত্রে সংস্থার গ্লোবাল হেল্প ডেস্ক নম্বরে ফোন করে পরামর্শ করারও অনুরোধ করেন।

তিনি আরও বলেন, "আমরা এই পরিস্থিতিতে সর্বোচ্চ দায়িত্ব সহ সংস্থার কাজ পরিচালনা করতে চাই, আর এর জন্যে আমরা আপনাাদের সমর্থন করার জন্যে অনুরোধ করছি।"

Advertisement

এর আগে কর্নাটক সরকার ইনফোসিস সহ সমস্ত আইটি এবং বায়োটেক সংস্থার কর্মীদের Covid-19 এর সংক্রমণের ঝুঁকি এড়াতে আগামী এক সপ্তাহ নিজেদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার পরামর্শ দেয়।

Viral: করোনা আতঙ্ক বিয়েবাড়িতেও! অতিথিদের ছোঁয়া এড়াতে অদ্ভুত আচরণ নবদম্পতির!

Advertisement

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা, বর্তমানে ভারতে ৮৫ জন এই ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত এই দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কর্নাটকের এক বৃদ্ধ ও দিল্লির আরেক বৃদ্ধার। এই মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মোবাইল ফোন মারফৎ লাগাতার চলছে করোনা ভাইরাসের সম্পর্কে সচেতনতা বার্তার প্রচার। যদিও দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এখনও স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি আসেনি বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement