This Article is From Jul 26, 2018

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল গতকাল

রাজ্যপাল বলেন, পঞ্চতন্ত্র, জাতকের গল্প এবং পুরাণ থেকে অনুপ্রাণিত হয়ে আরও বেশি ছবি বানানো উচিত

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হল গতকাল
কলকাতা:

গতকাল অষ্টাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এই বছরের উৎসবে 17'টা দেশের মোট 36'টা ছবি দেখানো হবে। উদ্বোধনের সময়েই রাজ্যপাল প্রত্যেক মাসে রাজ্যের প্রতিটি সিনেমা হলে অন্তত একটি ছোটদের ছবি দেখানোর আহ্বান জানান।

"আমি আশা করব এমন একটি ব্যবস্থা ও পরিকল্পনা থাকবে, যার ফলে রাজ্যের প্রতিটি সিনেমা হলে মাসে অন্তত একটা ছোটদের ছবি দেখানো যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ছোটদের বিনোদনের ব্যাপারটি নিয়েও আমাদের ভাবা উচিত", গতকাল নন্দনে শিশু চলচ্চিত্র উৎসবের  উদ্বোধন করতে এসে এই কথা বলেন রাজ্যপাল। 

তিনি আরও বলেন, পঞ্চতন্ত্র, জাতকের গল্প এবং পুরাণ থেকে অনুপ্রাণিত হয়ে আরও বেশি ছবি বানানো উচিত। এই চিলড্রেন'স ফিল্ম ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা সিনে সেন্ট্রাল। ইউনিসেফের সঙ্গে যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে তারা।

সতেরোটি দেশের ছত্রিশটি ছবি দেখানো হবে এই উৎসবে। গতকাল উৎসবের উদ্বোধন হয়ে গেলেও ছবি দেখানো শুরু হবে আগামী 9 অগস্ট থেকে। ওই সময় থেকেই প্রেক্ষাগৃহ পাওয়া যাবে বলে জানালেন সিনে সেন্ট্রালের এক মুখপাত্র। নন্দনে স্ক্রিনিং চলবে 9 অগস্ট থেকে 12 অগস্ট পর্যন্ত। তারপর এই উৎসবের ছবিগুলি বিভিন্ন জেলা শহরের প্রেক্ষাগৃহে দেখানো হবে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। জানান সিনে সেন্ট্রালের ওই মুখপাত্র। 

উৎসবের উদ্বোধনী ছবি হল মার্কিন যুক্তরাষ্ট্রের 'মোয়ানা'।

আর যে ছবিগুলি দেখানো হবে উৎসবে- ডক্টর ফুনেস ফর্মুলা (মেক্সিকো), হোয়াইট ব্রিজ (ইরান), দ্য মাঙ্কি কিং- আপরোর ইন হেভেন (চিন), দ্য ম্যাজিশিয়ানস (নেদারল্যান্ডস), দ্য শ্যামার'স ডটার (ডেনমার্ক), জিরাফাদা (ফ্রান্স), উই আর দ্য বেস্ট (সুইডেন) ইত্যাদি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.