This Article is From Oct 25, 2019

দার্জিলিংয়ে ১০ কিমি জগিং করলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেখা গেল ১০ কিলোমিটার জগিং করতে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর অনুচর ও সাংবাদিকরা।

দার্জিলিংয়ে ১০ কিমি জগিং করলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

জগিংয়ের সময়েও মুখ্যমন্ত্রী নজর রেখেছেন মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে।

দার্জিলিং:

প্রতিদিনই ট্রেডমিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এবার তাঁকে জগিং করতে দেখা গেল দার্জি‌লিংয়ে (Darjeeling)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেখা গেল ১০ কিলোমিটার জগিং করতে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর অনুচর ও সাংবাদিকরা। এই জগিংয়ের উদ্দেশ্য সংরক্ষণের ব্যাপারে সচেতনতা বাড়ানো। এই সময়েও মুখ্যমন্ত্রী নজর রেখেছেন মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। তবে তিনি কোনও প্রতিক্রিয়া দেখাননি। ৬৪ বছরের তৃণমূ‌ল নেত্রী এদিন আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে কার্সিয়াং থেকে মহানদী অঞ্চলের ৫ কিমি অঞ্চলটিতে নেমে এসে আবার উপরে উঠে যান। এই জগিং চলাকালীন স্থানীয় মানুষদের সঙ্গে তিনি সৌহার্দ্য বিনিময় করেন এবং জলবায়ু ও সবুজ সংরক্ষণ নিয়ে কথাও বলেন।

নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে কী উপহার দিলেন সাংসদ নুসরত জাহান!

এর আগে তিনি টুইট করে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করে টুইটও করেন।

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বিশিষ্ট প্রাক্তনীর সম্মান প্রদান করবেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা

তিনি টুইট করেন, ‘‘আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে আমাদের সবার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত পরিবেশ সংরক্ষণ করে আমাদের গ্রহটাকে বাঁচাতে সব রকম চেষ্টা করার ব্যাপারে। সবুজ বাঁচান, পরিষ্কার থাকুন।''

তাঁর ওই জগিংয়ের সঙ্গী থাকা এক সাংবাদিক জানান, ফেরার পথে মুখ্যমন্ত্রী জগিংয়ের পাশাপাশি কিছুটা হেঁটেও যান।

বৃহস্পতিবার সন্ধেবেলাতেই তিনি দার্জিলিং থেকে কলকাতায় চলে আসেন।

(তথ্যসূত্র: পিটিআই)

সারেগামাপা-র মঞ্চ মাতানো স্নিগ্ধজিৎ  রবীন্দ্র সরোবরে লেকের ধারে এনডিটিভি বাংলার সঙ্গে আড্ডা দিলেন। সঙ্গে গান তো রইলও। দেখে নিন সেই ভিডিও—

.