This Article is From Feb 21, 2019

সব ভাষাকেই সম্মান জানানোর আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

সেখানেই তিনি লেখেন, “সকলকে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সব ভাষাকে সম্মান দিন, কিন্তু মাতৃভাষাকে নিয়ে গর্বিত হন”।

Advertisement
Kolkata

আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ সকালে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী।(ফাইল ছবি)

কলকাতা:

সব ভাষাকেই সম্মান জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে মাতৃভাষাকে নিয়ে গর্বিত হওয়ার আহ্বান জানালেন তিনি। আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ সকালে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী।সেখানেই তিনি লেখেন, “সকলকে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।সব ভাষাকে সম্মান দিন, কিন্তু মাতৃভাষাকে নিয়ে গর্বিত হন”।

ভাষা দিবস: আমার বোনেরও রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি, আন্দোলনের নেপথ্যের মেয়েদের গল্প

ভাষা ও সংস্কৃতি সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সারা বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। "আমার ভাইয়ের রক্তে রাঙা ২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি", গানের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতির দাবিতে পদ্মাপারে রক্তক্ষয়ী সংগ্রাম হয়, তার মধ্যে দিয়ে বাংলা ভাষার স্বীকৃতি মেলে।সেই লড়াইকেই স্বীকৃতি দিতে এই দিনটিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement