This Article is From Mar 09, 2020

নারী দিবসে মা তনুশ্রী শংকরের সঙ্গে দুর্দান্ত নাচ মেয়ে শ্রীনন্দার,মুহূর্তে ভাইরাল ভিডিও

International Woman’s Day: এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে। ১ লাখ ৮০ হাজারের কাছাকাছি ভিউজ হয়েছে এই ভিডিওটিতে

নারী দিবসে মা তনুশ্রী শংকরের সঙ্গে দুর্দান্ত নাচ মেয়ে শ্রীনন্দার,মুহূর্তে ভাইরাল ভিডিও

নারী দিবসে তাঁর প্রথম নাচের শিক্ষক মায়ের সঙ্গে দুর্দান্ত একটি নাচের ভিডিও শেয়ার করলেন শ্রীনন্দা শঙ্কর

কলকাতা:

গতকালই ছিল আন্তর্জাতিক নারী দিবস। আর নারী দিবসে তাঁর প্রথম নাচের শিক্ষক মায়ের সঙ্গে দুর্দান্ত একটি নাচের ভিডিও শেয়ার করলেন শ্রীনন্দা শঙ্কর। যেভাবে তনুশ্রী শংকরকে আমরা দেখি এখানে একেবারে অন্যরকম ভাবে ধরা দিলেন তনুশ্রী শংকর। মেয়েকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন ইংরেজি গানের সঙ্গে এই নাচের স্টেপে।

ভিডিওটি শেয়ার করে শ্রীনন্দা লিখেছেন," আমার প্রথম গানের শিক্ষকের সঙ্গে , আমার সবথেকে প্রিয় বন্ধু আমার মা। মায়ের সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসে। মায়ের থেকে চোখ সরাতেই পারছি না ।তোমাকে ভালবাসি মা।"

দেখুন তনুশ্রী শ্রীনন্দার সেই দুর্দান্ত নাচটি

এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে। ১ লাখ ৮০ হাজারের কাছাকাছি ভিউজ হয়েছে এই ভিডিওটিতে।এখনও পর্যন্ত সাড়ে সাত হাজার রিয়াকশন এসছে ভিডিওটিতে।

একজন ইউজার যেমন লিখেছেন," আমি দুঃখিত, তবে তোমার মা যেন আগুন ঝরাচ্ছেন। বয়স যে কোন বাধাই নয়, তা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে।"
সেলিব্রিটিরাও কমেন্ট করেছেন এই ভিডিওতে। সংগীতশিল্পী পরমা যেমন লিখেছেন," ও মাই গড! দুর্দান্ত পারফরম্যান্স এই বয়সেও।"

.