বিনোদন জগতের অন্যতম ব্যস্ত ফোটোগ্রাফারের নাম প্রতাপ ঘোষ ৷ যাঁর হাত ধরে আগামীদিনে একই ফ্রেমে দেখা যাবে কেকে ও শান-কে ৷ তাঁর হাত ধরেই উঠে আসছে অগ্নিমিত্রা পলের টক শো মাই কেবিন ৷ একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বকে নিজের ক্যামেরায় ফ্রেম বন্দি করেছেন প্রতাপ ৷ সেই প্রতাপের মুখ থেকেই শুনে নেব তাঁর কর্মজীবনের হালহকিকত ৷ পাশাপাশি শুনে নেব তাঁকে নিয়ে বিশিষ্টদের অভিমত ৷
প্রশ্ন: এখন তুমি কী কাজ করছ ?
উত্তর : অনেকরকম কাজই করছি ৷ ফ্রিল্যান্সিংয়ের মধ্যে মিউজিক ভিডিও শ্যুট, অ্যাড ফিল্ম মেকিংয়ের কাজ চলছে ৷ সঙ্গে মাই কেবিন শো শুরু হচ্ছে ৷ অন্যদিকে ইমামি ও CII (কনফেডারশন অফ ইন্ডিয়ান ইনস্টিটিউশন) এর অফিসিয়াল ফোটোগ্রাফার ৷ তাছাড়া সময় পেলে আমাদের সমাজের উচ্চশিক্ষিত ফোটোগ্রাফারদের কথা অনুযায়ী মামনি ফোটোগ্রাফিও করছি...কারণ আমার কাছে সব কাজই সমান ৷
শানের সঙ্গে প্রতাপ ঘোষ
প্রশ্ন: মামনি ফোটোগ্রাফি ? সেটা আবার কী ?
উত্তর: এটার সজ্ঞা আমি যতটুকু শুনেছি ভিক্টোরিয়া, ময়দান বা কোনও পার্কে বান্ধবীর ছবি তুলে দেওয়া ৷ এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং... মানে ফোটোগ্রাফার ফ্রি-তে ছবি তুলবে নিজের হাত পাকানোর জন্য আর মডেল ফ্রি তে পোজ দেবে ছবিগুলো পাওয়ার জন্য ৷
প্রশ্ন: ইমামি CII-এর মতো ইনস্টিটিউশনের হয়ে কাজ করেন এবং বলিউডের প্লে ব্যাক সিঙ্গারদের সঙ্গেও কাজ করেন ৷ তারপরেও কি মামনি ফোটোগ্রাফি করার প্রয়োজন আছে ?
উত্তর: কে বড় কে ছোটো জানিনা ৷ তবে সবরকম কাজ করতে ভালো লাগে তাই করি ৷ ছোটো বড় বিচার করতে গেলে এতটুকু বলতে পারি ইন্টারভিউ দেবার মতো জায়গায় এখনও পৌঁছইনি আমি ৷
অভিনেত্রী ও লেখিকা নন্দনা সেনের সঙ্গে প্রতাপ ঘোষ
প্রশ্ন: সামনে আমরা কী কী কাজ দেখতে পাব ?
উত্তর: মাই কেবিন তো দেখতেই পাবেন ৷ তাছাড়া পুজোর পরেই শান এবং কেকে - এই দুজনের সঙ্গে শ্যুট করব ৷ একটা ওয়েব সিরিজ হবে হরর-এর উপর ৷ তানিয়া চক্রবর্তীর লেখা গল্প ৷ এগুলো ছাড়াও অনেকগুলো গানের ভিডিও রিলিজ হবে ৷ তার মধ্যে উল্লেখযোগ্য সোমদত্তা দির গান 'তুমি আমি ঈশ্বর' জয় সরকারের সুর, রাজীব
চক্রবর্তীর লেখা ও গিটারে রাজা দা ৷
প্রশ্ন: আবার শানের সঙ্গে কাজ? কোথায় কবে শ্যুট ? মডেল কে ?
উত্তর: হ্যাঁ, আমি নিজেকে খুব লাকি মনে করছি ৷ আমরা শিলংয়ে শ্যুটেরপ্ল্যান করছি ৷ মডেল বলতে শান নিজেই থাকবে আর ফিমেল মডেল এখনও ঠিক হয়নি ৷
প্রশ্ন: ফোটোগ্রাফি কোথায় শিখেছেন ? বা আপনার কোনও গুরু ?
উত্তর: আগেও বলেছি এখনও বলছি, যতটুকু শিখেছি বা পারি সেটা রথীন দার জন্য ৷ পুরো নাম রথীন হালদার ৷ কোনও ইনস্টিটিউশন থেকে শিখিনি ৷
ডিজাইনার ও সোশাল এন্টারপ্রেনার অগ্নিমিত্রা পলএর সঙ্গে প্রতাপ ঘোষ
প্রশ্ন: এই জায়গায় আসার জন্য কার ভূমিকা সব থেকে বেশি ?
উত্তর: কোন জায়গায় এসেছি জানি না, তবে বাবা মায়ের জন্য, আমাকে চোখ বন্ধ করে ফ্রিডম দিয়েছে তারা, বিশ্বাস করেছে ৷ এখনও কষ্ট করে চলেছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ৷
প্রশ্ন: জীবনে বন্ধুত্বের ভূমিকা ?
উত্তর: ঠিক বাবা মায়ের পরেই একদিকে বন্ধুদের কথা ভাবলেই নিজেকে অপরাধী মনে হয় তাদের সঙ্গে বেশ কয়েক বছর ঠিক মতো যোগাযোগ রাখতে পারিনি বলে ৷ তেমনই তাদের সবার নিজস্ব কাজের কথা ভাবলে বুক চওড়া হয়ে যায় ৷ কিছুদিন আগেই রিলিজ হওয়া অনুষ্কা শর্মার মুভি পরি-র স্ক্রিপ্ট রাইটার আমার বন্ধু অভিষেক ব্যানার্জি ৷
প্রশ্ন: ইন্ডাস্ট্রিতে আপনার মেন্টর কে ?
উত্তর: খুব কঠিন প্রশ্ন ৷ ইন্ডাস্ট্রির বাইরে আমার মেন্টর বেশি, একের অধিক ৷ বন্ধুদের মধ্যে কখনও সুজয়, অর্ণব, অভিষেক আমার মেন্টর ৷ তাছাড়া মৄগাঙ্গ দা, পলাশ দা ননি দা, মন্ত্রী দা, আদিত্য স্যার আছেন ৷ তবে ইন্ডাস্ট্রির মধ্যে ওইভাবে নাম জানতে চাইলে সেটা হবেন আমার দিদি অগ্নিমিত্রা পাল ৷ আনন্দ বা দুঃখ, সমস্যা সবার প্রথম অগ্নি দির সঙ্গে শেয়ার করি ৷
সোশাল এন্টারপ্রেনার মৄগাঙ্ক শেখর ভৌমিক
প্রতাপের সঙ্গে কথা বলতে গিয়ে ফোনে পেয়ে গেলাম শান, নন্দনা, অগ্নিমিত্রা পল ও তাঁর অন্যতম মেন্টর মৄগাঙ্ক শেখর ভৌমিককে ৷ প্রতাপের কাজ নিয়ে কী বলছেন
তাঁরা ? গায়ক শানের কথায়, "হি ইজ দা ম্যান অফ ক্রিয়েটিভিটি ৷ ওয়ান মোর থিং, হি ইজ সাচ অ্যান এনার্জেটিক পার্সন আই হ্যাভ এভার সিন ৷" (প্রতাপ একজন
অত্যন্ত সৄজনশীল মানুষ ৷ সবচেয়ে বড় কথা ওঁর মতো উদ্যোমী মানুষ আমি খুব কমই দেখেছি ৷)
একই বক্তব্য শোনা গেল অভিনেত্রী ও লেখিকা নন্দনা সেনের গলায় ৷ তিনি বলেন, "হি ইজ এ ম্যাজিসিয়ান উইথ হিজ ক্যামেরা অ্যান্ড এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন ৷ হি
হ্যাজ এ জেনুইন সোল অলসো ৷" (ক্যামেরা হাতে জাদু দেখাতে পারে প্রতাপ ৷ সে আমার খুব ভালো বন্ধু ৷ এবং সুন্দর মনের মানুষ ৷)
প্রতাপ সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের গলায় ৷ দিদি বললেন, "প্রতাপ একজন ভীষণ ভালো ফোটোগ্রাফার ৷ এবং
ও এমনই একজন ফোটোগ্রাফার যার প্রতিটি ছবিতেই অদ্ভূত রকমের সৌন্দর্য আছে ৷ ওর আঙুলে ম্যাজিক আছে ৷ আমি এরকম খুব কম লোককেই দেখেছি যার
প্রতিটি ছবিই অতুলনীয় হয়৷ প্রতাপের সঙ্গে কাজ করেও ভালো লাগে ৷ ও আমার ব্রান্ডের সঙ্গেও কাজ করে ৷ প্রতাপ একজন ভীষণ প্রতিভাবান ফোটোগ্রাফার ৷"
সোশাল এন্টারপ্রেনার মৄগাঙ্ক শেখর ভৌমিক বলেন, "আমার অনেক প্রিয় মানুষের মধ্যে প্রতাপ একটু বিশেষ পছন্দের ব্যতিক্রমী ও স্নেহের মানুষ ৷ প্রথাগত কাজের বাইরে বেরিয়ে একটি তাজা যুবক যখন প্রথা ভেঙে সৃষ্টিশীল কাজে নিজের চিন্তা চেতনাকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রতাপ তার অনন্য নজির ৷ একটি গ্রামীন জনপদ থেকে শৈশবের যাত্রা শুরু করে সৃষ্টিশীল কাজে নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে যে আপোষহীন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে তা সত্যিই অনুসরণীয় ৷৷ প্রতাপ হার মানতে জানে না, সব সময়
পজিটিভ থিংকিং ওর মধ্যে কাজ করে, যা অনেকেই অনুপ্রানিত করে ৷ ওর স্বপ্ন আকাশ ছুয়ে যাবে এ বিশ্বাস আমার রয়েছে ৷ প্রতাপ একজন আলোকিত মানুষ হয়ে
উঠুক, মেতে উঠুক সৃজনশীলতায় এই আশা রইল ৷"
আবার ফিরে আসি প্রতাপের কাছে ৷ কর্মজীবন তো হল একটু আসি ব্যক্তিগত জীবনে ৷ পুজো কীভাবে কোথায় কাটাবেন ?
উত্তর: বাবা মা ও বন্ধুদের সঙ্গে পায়রাডাঙাতে...
শেষ প্রশ্ন : বিশেষ কোনও বান্ধবী ?
উত্তর: ক্রমশ প্রকাশ্য...