This Article is From Feb 11, 2020

ঐশী বনাম বাবুল! "বহিরাগত" দ্বন্দ্বে উত্তপ্ত JU ক্যাম্পাস

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সিএএ-বিরোধী একটা সভা আয়োজন করেছে এসএফআই। সেই সভায় বক্তব্য রাখবেন ঐশী ঘোষ

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

ছাত্র সংসদ নির্বাচনে প্রচার করতে জেএনইউ'র সংসদ সভাপতি ঐশী ঘোষকে আমন্ত্রণ জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই পড়ুয়ারা। (ফাইল ছবি)

Highlights

  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঐশী ঘোষের আমন্ত্রণের বিরোধিতায় এবিভিপি
  • অভিযোগ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দ্বারস্থ তারা
  • এই বিরোধিতার প্রতিবাদে সরব এসএফআই, তারা তুলেছে বাবুল সুপ্রিয়র প্রসঙ্গ
কলকাতা :

ঐশী ঘোষ বনাম বাবুল সুপ্রিয়র লড়াইয়ে তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpr University)। একদিকে এবিভিপির অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ঐশী ঘোষকে (Aishi Ghosh) আমন্ত্রণ জানিয়ে রীতি ভেঙেছে এসএফআই। অপরদিকে এসএফআই (SFI) অভিযোগ নস্যাৎ করে জানিয়েছে, এবিভিপিও (ABVP) তাদের অনুষ্ঠানে "বহিরাগত" বাবুল সুপ্রিয়কে (Babul Suprio) আমন্ত্রণ জানিয়েছিল। এভাবেই চড়েছে দুই ছাত্র সংগঠনের তরজা। ছাত্র সংসদ নির্বাচনে প্রচার (JUSU Campaign) করতে জেএনইউ'র সংসদ সভাপতি ঐশী ঘোষকে আমন্ত্রণ জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই পড়ুয়ারা। আর এই উদ্যোগকে মঙ্গলবার বিঁধেছে দক্ষিণপন্থী ওই ছাত্র শাখা। এবিভিপি নেতা নিখিল দাস বলেছেন, "আমাদের ক্যাম্পাসে ঐশী ঘোষ আসছেন, এটা শুনে আমরা রেজিস্ট্রারের কাছে অভিযোগ জানিয়েছি"। এই বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহামঞ্জু বসু সোমবার বলেছেন, ঐশী ঘোষের কোনও অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে হবে, এ বিষয়ে আমরা অবগত নই। এ বিষয়ে কোনও সরকারি সিদ্ধান্ত হলে আমরা খতিয়ে দেখব। এবিভিপি দাবি করেছে, ক্যাম্পাসের বাইরে ঐশী ঘোষ সভা করলে তাদের কোনও আপত্তি নেই। 

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সিএএ-বিরোধী একটা সভা আয়োজন করেছে এসএফআই। সেই সভায় বক্তব্য রাখবেন ঐশী ঘোষ। পাশাপাশি ফেব্রুয়ারি ১৯ তারিখের ছাত্র সংসদ ভোটে এসএফআই প্রার্থীদের হয়ে প্রচারও করবেন তিনি। এদিকে, এবিভিপির আপত্তি প্রসঙ্গে এসএফআই নেত্রী উষসী পাল বলেছেন, বহিরাগত হিসেবে বাবুল সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারলে উষসীতে সমস্যা কোথায়? আসলে যেহেতু বিজেপি-বিরোধী ছাত্র আন্দোলনের মুখ ঐশী, তাই এই আপত্তি। অপরদিকে, ১৯ ফেব্রুয়ারির ভোটে ৮০টি পদেই এই প্রথমবার মনোনয়ন জমা দিয়েছে এবিভিপি। তারা কেন্দ্রীয় প্যানেলের ৮টি পদের জন্যও দাখিল করেছে মনোনয়ন। পাশাপাশি এই লড়াইতে আছে তৃণমূল ছাত্র পরিষদ এবং আইসা। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement