தமிழில் படிக்க Read in English हिंदी में पढ़ें
This Article is From Sep 19, 2019

“পিঠে ব্যাথা”, চেয়ারের পর সরানো হয়েছে বালিশও, আদালতে বললেন পি চিদাম্বরম

INX Media Case: অর্থমন্ত্রী পদে থাকাকালীন, ২০০০৭-এ আইএনএক্স মিডিয়াকে বিদেশ লগ্নি পাইয়ে দেওয়ার অনুমোদন করার অভিযোগ রয়েছে পি চিদাম্বরমের বিরুদ্ধে

Advertisement
অল ইন্ডিয়া Translated By

সরকার জানায়, সেলের প্রথম জায়গায় কোনও চেয়ার না থাকা কোনও “ছোটো ঘটনা”

নয়াদিল্লি:

৫ সেপ্টেম্বর থেকে তিহার জেলে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram) । বৃহস্পতিবার তিনি দিল্লি আদালতে অভিযোগ করলেন, তিহার জেলে (Tihar Jail) তাঁর জন্য কোনও চেয়ার বা বালিশ নেই। প্রাক্তন অর্থমন্ত্রীর আইনজীবী জানান, এর ফলে তাঁর “পিঠে ব্যাথা” বেড়ে গিয়েছে। ৩ অক্টোবর পর্যন্ত আদালত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে, তাঁর স্বাস্থ্য পরীক্ষার দাবি জানান পি চিদাম্বরমের আইনজীবী। তাঁর আইনজীবী, কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি, মুক্তির মামলা করেন, তারমধ্যে পি চিদাম্বরম বলেন, “ঘরের বাইরে কয়েকটি চেয়ার ছিল, সারাদিন আমি সেখানে বসে থাকতাম, সেটাও সরিয়ে নেওয়া হয়েছে। কারণ, আমি সেটা ব্যবহার করতাম, এখন সেটা সরিয়ে দেওয়া হয়েছে, ওয়ার্ডেনেও কোনও চেয়ার নেই”।

পি চিদাম্বরমকে তিহার জেলে দেখতে গেলেন ছেলে কার্তি ও দুই কংগ্রেস নেতা

আইনজীবী অভিষেক  মনু সিঙ্ঘভি বলেন, “তিনদিন আগে তাঁর একটি চেয়ার ছিল। এখন কোনও চেয়ার বা বালিশ নেই”।

সরকারের তরফে বলা হয়, প্রথমক্ষেত্রে সেলে কোনও চেয়ার না থাকা, “ছোটো ঘটনা”।

Advertisement

সরকারের পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেটা বলেন, “এটা ছোটো ঘটনা। এটা তুলে ধরার কোনও প্রয়োজন নেই। শুরু থেকেই তাঁর ঘরে কোনও চেয়ার ছিল না”।

পি চিদাম্বরমের আইনজীবীরা জানান, এর ফলে তাঁর “পিঠে ব্যাথা” বেড়ে গিয়েছে

Advertisement

বিচারক পরবর্তী শুনানির দিন ৩ অক্টোবর ধার্য করার বিরোধিতা করেন পি চিদাম্বরমের আইনজীবীরা। কপিল সিব্বল প্রশ্ন তোলেন, “হেফাজত পদ্ধতিগতভাবে বাড়ানো যায় না। এই বৃদ্ধির যুক্তি কী”।

অভিষেব মনু সিঙ্ঘভি বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলে ধরেন, যেখানে আদালত বলেছে, পদ্ধতিগতভাবে নয়, যৌক্তিক কারণে হেফাজতের মেয়াদ বৃদ্ধি হওয়া উচিত।

Advertisement

তিনি বলেন, “পি চিদাম্বরম ইতিমধ্যেই ১৪ দিনের পুলিশ হেফাজত এবং ১৪ দিনের জেল হেফাজত কাটিয়েছেন। হেফাজতের মেয়াদ বাড়ানোর যুক্তি কী”।

"কোনও ৫৬ ইঞ্চি তোমাকে আটকাতে পারবে না" পি চিদাম্বরমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কার্তি

Advertisement

২০০৭-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন, আইএনএক্স মিডিয়াকে বিশাল অঙ্কের বিদেশী বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে অনুমোদন দেওয়ার অভিযোগ রয়েছে পি চিদাম্বরমের বিরুদ্ধে। এই সুবিধা দেওযার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর ছেলে কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে।

পি চিদাম্বরমের নাম করেন, আইনএক্স মিডিয়ার সহপ্রতিষ্ঠাতা পিটার মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়, শিনা বোরা হত্যাকাণ্ডে জেলে রয়েছেন তাঁরা।

Advertisement

সোমবার ৭৪তন জন্মদিন ছিল পি চিদাম্বরমের। সেদিন তিনি “ভাল ছিলেন” বলে জানায় পিটিআই। জেল থেকেই নিজের ট্যুইটার হ্যান্ডেল অ্যাক্টিভ রেখেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী, ট্যুইটারেই জম্মু ও কাশ্মীরের বর্ষীয়ান রাজনীতিক ফারুক আবদুল্লাকে কঠিন আইনে আটক করাসহ বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

Advertisement