আইআরসিটিসির পক্ষে সেবি-র কাছে কাগজপত্র জমা দেওয়া হয় আগস্টের প্রথম দিকে।
নয়াদিল্লি: ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তাদের আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) ৩০ সেপ্টেম্বর থেকে আনতে চলেছে বলে সংবাদমাধ্যম সূত্রে পাওয়া গিয়েছে। ভারতীয় রেলের টিকিট বিক্রি ও কেটারিং পরিষেবা পরিচালনাকারী আইআরসিটিসি বুধবার তাদের আইপিও-র দাম জানাতে পারে বলে জানাচ্ছে ব্যবসা সংক্রান্ত ওয়েবসাইট ‘লাইভমিন্ট'। ৪৮০ কোটি টাকার স্টেক সরকার বিক্রি করতে পারে বলে ওই রিপোর্ট জানাচ্ছে।
ক'দিন আগেই কর্পোরেট কর কমানোর পরে শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। তারপরই এই পদক্ষেপ কেন্দ্রে।
সেনসেক্সের রেকর্ড উত্থান, এক দশকে একদিনের সর্বোচ্চ লাভ: জানুন ১০ তথ্য
আইআরসিটিসির পক্ষে সেবি-র কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয় আগস্টের প্রথম দিকে। ভারতীয় রেলের এই সংস্থাই একমাত্র কেটারিং পরিষেবা চালায় রেলে। পাশাপাশি অনলাইন টিকিট বিক্রি ও ট্রেন ও স্টেশনে প্যাকেজড পানীয় জল সরবরাহ করে তারা।
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে গেলেন ব্যক্তি, আরপিএফের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে রক্ষা! দেখুন ভিডিও
এই কেন্দ্রীয় সংস্থা তাদের ব্যবসাকে বিভিন্ন অংশে ভাগ করেছে। যথা- বাজেট হোটেল, ই-কেটারিং ইত্যাদি।
এশীয় ক্ষেত্রে অন্যতম ব্যস্ত ওয়েবসাইট পরিচালনা করে আইআরসিটিসি। প্রতি মাসে আড়াই কোটি লেনদেন, ৭২ লক্ষ দৈনিক লগ ইন হয়। প্রতিদিন ১৪ লক্ষ মানুষ ট্রেনে যাত্রা করেন, যাঁদের ৭১.৪২ শতাংশ অনলাইনে টিকিট ক্রয় করেন।
দেখুন ভিডিও