Read in English
This Article is From Aug 16, 2019

মুচলেখা নিয়ে ছাড়া হল কাশ্মীরের আটক সাংবাদিককে

গ্রেটার কাশ্মীর (Greater Kashmir) সংবাদপত্রে সাংবাদিক ইরফান (Irfan Malik)। মুক্তির আগে তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া Translated By (with inputs from PTI)

কেন ইরফানকে আটক করা হল তার কারণ জানা যায়নি।

শ্রীনগর:

মুচলেখার (bond) পরিবর্তে মুক্তি পেলেন নিরাপত্তা বাহিনীর হাতে আটক কাশ্মীরের সাংবাদিক (journalist) ইরফান মালিক (Irfan Malik)। গ্রেটার কাশ্মীর (Greater Kashmir) সংবাদপত্রের সাংবাদিক ইরফান (Irfan Malik)। মুক্তির আগে তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে পুলওয়ামায় ইরফানের বাড়ি থেকে তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। কী কারণে এই আটক, তা বলতে পারেননি সরকারি এক অধিকারিক। তবে, বলা হচ্ছে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক করে মুচলেখা নেওয়ার প্রক্রিয়া চলছে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ  (Article 370) করেছে কেন্দ্র। তারপর, গত ৫ই অগস্ট থেকে নিয়ন্ত্রণ জারি রয়েছে গোটা উপত্যকাজুড়ে। মানুষের চলাচলের উপরও নিয়ন্ত্রণ রয়েছে, বড় জমায়েত করা যাবে না। বিছিন্ন টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা। বন্ধ সেখানকার স্কুল, কলেজ। 

শুক্রবার, এক সরকারি আধিকারিক বলেন, ‘জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir)শান্তি বজায় রাখতে নির্দিষ্ট বেশ কয়েকজনকে বন্দি বা আটক করা হয়েছে। তবে আইনী ব্যবস্থার মধ্যে থেকেই তা হচ্ছে।'

জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) কি ঘটছে, তা জানাতে প্রশাসনের পক্ষ থেকে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হয়। জানিয়েছেন সরকারি শীর্ষ আধিকারিক।

Advertisement



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement