This Article is From Jul 03, 2020

নখে অতিকায় মাছ ধরা কোন পাখি উড়ছে সি বিচে? দেখুন সেই ছবি

ট্র্যাকিং শার্কস নামে এক সংগঠন নেটিজেনদের সাহায্য চেয়েছেন। কী পাখি এতবড় মাছ নিয়ে উড়ে যাচ্ছে

নখে অতিকায় মাছ ধরা কোন পাখি উড়ছে সি বিচে? দেখুন সেই ছবি

একটা বৃহদ মাছ নিয়ে উড়ে যাচ্ছে রাপ্টর।

নখে একটা বড় মাছ ধরে উড়ে যাচ্ছে পাখি। ভাইরাল এই ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, "সেই মাছ কি তাহলে হাঙর?" মার্কিন মুলুকের মিরটেল বিচের সেই ভিডিও টুইটারে পোস্ট করা করা হয়েছে। যেখানে একটা সি বিচের ওপর দিয়ে সেই খাদক রাপ্টর পাখিকে খাদ্য নিয়ে উড়ে যেতে দেখা গিয়েছে (Raptor bird with shark)। সাউথ ক্যারোলিনার (South Carolina beach) এক তরুণীর এই ছবিটি তুলেছেন। ঘটনার সময় এই নেটিজেন সেই সি বিচে উপস্থিত ছিলেন তবে সেই পাখি ঈগল (Eagle) না কোন্ডোর? সেই প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও বেশির ভাগের দাবি সেটা রাপ্টরই। ইতিমধ্যে টুইটারে (Viral Tweet) পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই প্রায় ১৫ মিলিয়ন ভিউজ পেয়েছে সেই ভিডিও। হাজারেরও বেশি কমেন্টস।

ট্র্যাকিং শার্কস নামে এক সংগঠন নেটিজেনদের সাহায্য চেয়েছেন। কী পাখি এতবড় মাছ নিয়ে উড়ে যাচ্ছে? দেখুন সেই ভিডিও:

এই ভিডিও দেখে টুইট করেন অনেক নেটিজেন। দেখুন তাঁদের কমেন্টস:

Click for more trending news


.