মুকেশ আম্বানি, নিতা আম্বানি অজয় পিরামালের সঙ্গে আনন্দ পিরামাল ও ঈশা আম্বানি
নিউ দিল্লি: নিতা ও মুকেশ আম্বানির কন্যা ঈশা আম্বানি 12 ডিসেম্বর তাঁর দীর্ঘ সময়ের বন্ধু ও শিল্পপতি আনন্দ পিরামালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
"ইশা আম্বানি ও আনন্দ পিরামালের বিয়ে 12 ই ডিসেম্বার, 2018-তে মুম্বাইয়ে শ্রী মুকেশ আম্বানি ও শ্রীমতি নিতা আম্বানির বাসভবনে আয়োজিত হবে। এই অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা অংশ নেবেন বলে আমরা আনন্দিত।" ভারতীয় ঐতিহ্য, রীতি এবং সংস্কৃতি অনুযায়ীই বিয়ের আয়োজন করা হয়েছে বলে আম্বানি ও পিরামলদের একটি বিবৃতিতে জানানো হয়েছে।
"বিয়ের আগে সপ্তাহান্তে, অম্বানি ও পিরামাল পরিবার উদয়পুরে একটি অনুষ্ঠানের আয়োজন করছেন সেখানে স্থানীয় শিল্পী ও কারগররা উপস্থিত থাকবেন। এই উৎসবকে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে সাজানোর প্রস্তুতি চলবে।"
গত মাসেই উত্তর ইতালির লেক কমোতে একটি অসাধারণ এনগেজমেন্ট পার্টির আয়োজন হয়েছিল ঈশা ও আনন্দের জন্য। তিন দিনের লম্বা অনুষ্ঠানে বেশ কয়েকজন বলিউড তারকা উপস্থিত ছিলেন। গতকাল, আম্বানিরা বিয়ের প্রথম আমন্ত্রণ জানাতে সিদ্ধি বিনায়ক মন্দিরে যান। জুন মাসে, একই মন্দিরের আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার এনগেজমেন্টের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল।
লেক কমোতে তাঁদের এনগেজমেন্টের অনুষ্ঠান হয়
আনন্দ ও ঈশা দীর্ঘদিনের বন্ধু এবং দুই পরিবারই চার দশক ধরে একে অপরের পরিচিত।
ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং আনন্দের বাবা অজয় পিরামাল পিরামাল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। ফার্মাসিউটিক্যালস থেকে আর্থিক পরিষেবা পর্যন্ত তাঁদের ব্যবসার পরিধি ছড়িতে রয়েছে।
মে মাসে মহাবলেশ্বরের একটি মন্দিরে আনন্দ ইশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এই দম্পতি তাদের বাবা মা- নিতা, মুকেশ, স্বাতী এবং অজয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন।
আনন্দ পিরামাল ও ঈশা আম্বানি দীর্ঘদিনের বন্ধু
আনন্দ পিরামাল পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে ও দক্ষিণ এশীয় স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন ইশা অম্বানি।
আনন্দ 2012 সালে পিরামাল রিয়ালিটি এবং পিরমাল স্বাস্থ্য (একটি গ্রামীণ স্বাস্থ্য উদ্যোগ) প্রতিষ্ঠা করেন। তিনি পিরামাল গ্রুপের নির্বাহী পরিচালক। অজয় পিরামালের নেতৃত্বাধীন বিশ্বব্যাপী ব্যবসা সংগঠনের 30 টি দেশে নিজস্ব অফিস রয়েছে। ঈশা আম্বানি রিলায়েন্স জিও ও রিলায়েন্স রিটেলের বোর্ডে আছেন এবং ব্যবসায়ে তরুণ প্রজন্মের গতিশীলতার সংস্কৃতি নিয়ে আসার জন্য সুপরিচিত।
এই বছরের শুরুর দিকে মুকেশ আম্বানি এবং নিতা আম্বানির জ্যেষ্ঠ পুত্র আকাশ আম্বানি হীরের ব্যবসায়ী রাসেল মেহতার কন্যা শ্লোকা মেহতার সঙ্গে এনগেজমেন্ট অনুষ্ঠান সারেন।