ISIS-Khorasan: দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদী গোষ্ঠীটি গত বছর ভারতে আত্মঘাতী হামলার চেষ্টা করেছিল (ফাইলচিত্র)
ওয়াশিংটন: ভারতে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিল আইসিস, মার্কিন সূত্রে এমন খবর পেয়ে চমকে উঠতেই পারেন দেশবাসী। মূলত দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসের আতঙ্ক ছড়ানো আইএসআইএসের খোরাসান গোষ্ঠী (ISIS Khorasan) বা আইএসআইএস-কে (ISIS-K) গত বছর ভারতে আত্মঘাতী হামলা (Suicide Terror Attack) চালানোর চেষ্টা করেছিল, এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন এক মার্কিন আধিকারিক। "আইএসআইএস-এর সমস্ত শাখা এবং নেটওয়ার্কগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আইসিস", সেনেটর ম্যাগি হাসানের প্রশ্নের জবাবে বলেন মার্কিন জাতীয় কাউন্টার-টেরোরিজম সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক তথা জাতীয় গোয়েন্দা বিভাগের নির্দেশক ট্র্যাভারস। "এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটি আফগানিস্তানের বাইরে নানা জায়গায় আক্রমণ করাকেই লক্ষ্য হিসাবে নিয়েছে। গতবছর ভারতে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিল ওই গোষ্ঠী, যদিও ব্যর্থ হয় তাঁরা", বলেন ট্র্যাভারস।
গত মাসে আফগানিস্তান ও পাকিস্তান সফরে যান সেনেটর ম্যাগি হাসান, সে সময় তিনি বলেছিলেন যে আফগানিস্তানে আইএসআইএস-এর সহযোগী সংগঠন আইএসআইএস-কে-এর বাড়বাড়ন্তের বিষয়ে উদ্বিগ্ন খোদ মার্কিন সেনাবাহিনী। "আমি স্পষ্টভাবে শুনেছি যে আইএসআইএস-কে আফগানিস্তানেই যে কেবল মার্কিন বাহিনীকেই চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে তাঁদের", বলেন তিনি ।
ভারতের থেকে কৌশলগত চাপের ভয় করছে পাকিস্তান, বলল মার্কিন কংগ্রেস
গত সপ্তাহে, মার্কিন আধিকারিক ট্র্যাভারস বলেন যে বিশ্বের মধ্যে ২০ টিরও বেশি আইএসআইএস শাখা রয়েছে, যার মধ্যে কয়েকটি গোষ্ঠী তাঁদের সন্ত্রাসমূলক কাজকর্ম চালানোর জন্যে ড্রোনের মতো অত্য়াধুনিক প্রযুক্তিকে ব্যবহার করছে।
সিরিয়া ও ইরাকে আইএসআইএসের বিরুদ্ধে আমেরিকা সাফল্য পেলেও ওই সন্ত্রাসবাদী সংগঠনটি মার্কিন যুক্তরাষ্ট্রকে সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, বলেন সেনেটর হাসান।
সিরিয়ায় তুর্কি সেনার হাতে ধরা পড়লেন মৃত আইসিস প্রধান বাগদাদির বোন
ট্র্যাভারস জানান যে এই আইএসআইএস-কে নামের সন্ত্রাসবাদী সংগঠনটিই কয়েক বছর আগে নিউইয়র্কে একটি সন্ত্রাস হামলা চালানোর চেষ্টা করেছিল কিন্তু এফবিআই তা রুখে দেয়। তারপরেও স্টকহোমে একটি হামলা চালায় ওই সন্ত্রাসবাদী গোষ্ঠী, যার জেরে ২০১৭ সালে সেখানে মৃত্যু হয় পাঁচজনের।
"সুতরাং এর থেকেই বোঝা যাচ্ছে যে, ওই সন্ত্রাসবাদী সংগঠন আফগানিস্তানের বাইরে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে", বলেন ওই মার্কিন আধিকারিক।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)