This Article is From Aug 28, 2018

জন্মাষ্টমীতে মায়াপুরে পঞ্চাশ হাজার ভক্ত সমাগমের আশা ইস্কনের

জন্মাষ্টমীতে এবার মায়াপুরে 50 হাজারেরও বেশি ভক্ত সমাগমের আশা করছে ইস্কন কর্তৃপক্ষ

জন্মাষ্টমীতে মায়াপুরে পঞ্চাশ হাজার ভক্ত সমাগমের আশা ইস্কনের
নদীয়া:

জন্মাষ্টমীতে এবার মায়াপুরে 50 হাজারেরও বেশি ভক্ত সমাগমের আশা করছে ইস্কন কর্তৃপক্ষ। 2 সেপ্টেম্বর জন্মাষ্টমী, তিনদিন ধরে মায়াপুরে চলে কৃষ্ণের জন্ম উপলক্ষ্যে উৎসব। সেই উৎসবে যোগ দিতেই এবার বিপুল পরিমাণ মানুষের ঢল নামার কথা জানিয়েছে ইস্কন।

এই তিনদিন ধরেই মায়াপুরে চলবে নানান আধ্যাত্মিক, ভক্তিমূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও। সারা বিশ্বে ইস্কনের 700 টি কেন্দ্র রয়েছে। নদীয়ার মায়াপুরে ইস্কনের সদর দফতরের জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐতিহ্যবাহী এই জন্মাষ্টমী উদযাপন করা হবে বিশ্বের সমস্ত কেন্দ্রেই। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসিনেস বা ইস্কনকে এই উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একটি চিঠিতে, প্রধানমন্ত্রী জানিয়েছেন, "আমি নিশ্চিত যে, আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং মানব সেবার উদ্দেশ্যে আরও বড় উদ্যম নিয়ে এইবছর এই উৎসব উদযাপন করা হবে।”

.