This Article is From Aug 20, 2019

Live Updates: Chandrayaan 2 Enter Lunar Orbit : চাঁদের কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে Chandrayaan 2 কে, জানাল ISRO

Chandrayaan 2 Enter Lunar Orbit Updates: এটি এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ, প্রত্যাশার থেকে বেশী গতিবেগে যদি যানটি চাঁদে পৌঁছায়, তাহলে তা মহাশূন্যে হারিয়ে যাবে

Live Updates: Chandrayaan 2 Enter Lunar Orbit : চাঁদের কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে Chandrayaan 2 কে, জানাল ISRO

Chandrayaan 2 Landing in Moon Orbit: ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় Chandrayaan 2-এর .

নয়াদিল্লি:

চাঁদের কক্ষপথে Chandrayaan 2 কে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানাল ISRO। আজ সকাল ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত যানটিকে চাঁদের কক্ষপথে পৌঁছানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপপ করে ISRO। এটি এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ, প্রত্যাশার থেকে বেশী গতিবেগে যদি যানটি চাঁদে পৌঁছায়, তাহলে তা মহাশূন্যে হারিয়ে যাবে, আবার যদি প্রত্যাশার থেকে কম গতিতে পৌঁছায়, তাহলে Chandrayaan 2 কে আকর্ষণ করে নেবে চাঁদের মহাকর্ষ এবং তা চন্দ্রপৃষ্ঠে  আছড়ে পড়বে। Chandrayaan 2 কে চাঁদে প্রতিস্থাপন করার কাজটি খুবই জটিল, তার কারণ, এটি উৎক্ষেপণ হয়েছে ৩৯, ২৪০ কিলোমিটার গতিতে, যা বায়ুমাধ্যমে শব্দের গতিবেগের প্রায়  ৩০ গুণ। ISRO চেয়ারম্যান ডঃ কে সিভান বলেন, “কেউ ভাবতে পারবে না,  Chandrayaan 2 তার লক্ষ্য থেকে ছিটকে যেতে পারে”।

 ২২ জুলাই অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় Chandrayaan 2। দ্বিতীয়বারের চেষ্টায় উৎক্ষেপণ সফল হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রথমবার উৎক্ষেপণের এক ঘন্টা আগে বাতিল করা হয়। এই মিশনটিতে খরচ ১,০০০ কোটি টাকা, অন্যান্য দেশের খরচের তুলনায় বেশ অনেকটাই কম।

ভারতের চন্দ্রযান Chandrayaan 2-এর LIVE UPDATE এখানে: 

Aug 20, 2019 11:50 (IST)

ISROচেয়ারম্যান কে সিভান বলেন, "২২ জুলাই মিশন চালু হওয়ার পর, পৃথিবীর ৫টি কক্ষপথ প্রদক্ষিণ হয়েছে। ১৪ অগস্ট, রাত ২.২১ নাগাদ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়। ১৯ অগস্ট বেলা ২ টো নাগাদ চাঁদের কাছাকাছি পৌঁছায় এবং তারপরেই কক্ষপথে পৌঁছায়"

Aug 20, 2019 11:48 (IST)

৭ সেপ্টেম্বর, ২০১৯ বিক্রমের অবতরণের সাক্ষী হতে আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি

Aug 20, 2019 11:47 (IST)

আজ সকালে চাঁদের কক্ষপথে পৌঁছায় Chandrayaan 2, ISRO জানায়, এই ঘটনাটি হয়েছে ১৭৩৮ সেকেন্ডে। মহাকাশে একমাস ঘুরপাক খাওয়ার পর এই লক্ষ্যে পৌঁছান গেল। ট্যুইটে বলা হয়েছে, "আমাদের খুব কাছেই লক্ষ্য"। তাদের কথায়, এই পদক্ষেপটি "সম্পন্ন হয় আজ সকাল ০৯০২ মিনিটে(ভারতীয় সময়, পরিকল্পনা মাফিক হয়েছে। পরিকল্পনা করা কৌশল মতোই কাজটি সম্পন্ন হয়েছে। সময় লেগেছে ১৭৩৮ সেকেন্ড"


Aug 20, 2019 11:46 (IST)

আজ সকালে চাঁদের কক্ষপথে পৌঁছায় Chandrayaan 2, ISRO জানায়, এই ঘটনাটি হয়েছে ১৭৩৮ সেকেন্ডে। মহাকাশে একমাস ঘুরপাক খাওয়ার পর এই লক্ষ্যে পৌঁছান গেল। ট্যুইটে বলা হয়েছে, "আমাদের খুব কাছেই লক্ষ্য"। তাদের কথায়, এই পদক্ষেপটি "সম্পন্ন হয় আজ সকাল ০৯০২ মিনিটে(ভারতীয় সময়, পরিকল্পনা মাফিক হয়েছে। পরিকল্পনা করা কৌশল মতোই কাজটি সম্পন্ন হয়েছে। সময় লেগেছে ১৭৩৮ সেকেন্ড"

Aug 20, 2019 11:42 (IST)

ISRO চেয়ারম্যান কে সিভান জানান, ২২ জুলাই মিশন লঞ্চ করে, তারপর পৃথিবীর কক্ষপথে পাক খায়। ১৪ অগস্ট রাত ২.২১ নাগাদ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়। ১৯ অগস্ট দুপুর ২টো নাগাদ চন্দ্রের কাছাকাছি পৌঁছায়, তারপরে সেটি কক্ষপথে পৌঁছায়

Aug 20, 2019 11:40 (IST)

ISRO চেয়ারম্যান কে সিভান বলেন, "নির্ধারিতের চেয়ে বেশী গতিবেগ থাকলে যানটি মহাশূন্যে হারিয়ে যেত, কম গতিবেগ থাকলে সেটিকে আকর্ষণ করে নিত চাঁদের মহাকর্ষ বল, ফলে চন্দ্রপৃষ্টে আছড়ে পড়তChandrayaan 2। অবস্থান এবং গতিবেগ, দুটোই একদম সঠিক হওয়া প্রয়োজন। ছোটো একটি ভুল পুরো মিশন শেষ করে দিতে পারত"

Aug 20, 2019 11:37 (IST)

Chandrayaan 2 চাঁদে চারপাশে ৮৮ ডিগ্রি কোনে ঘুরছে। এই সময়ে, কক্ষপথ নেমে আসবে এবং সেই সময়ে ৯০ ডিগ্রি কোনে অবস্থান করবে, জানালেন ISRO চেয়ারম্যান কে সিভান

Aug 20, 2019 10:04 (IST)

Chandrayaan 2 Enter Lunar Orbit: চাঁদের কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে Chandrayaan 2 কে, জানাল ISRO

Aug 20, 2019 09:05 (IST)

সকাল ১১টায় সংবাদমাধ্যমে বিবৃতি দেবেন ISRO চেয়ারম্যান ডঃ কে সিভান 


Aug 20, 2019 09:03 (IST)

৩০ দিন পর প্রায় চাঁদের কাছাকাছি ভারতের Chandrayaan 2। সকাল ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত আজ চেষ্টা চালাবে ISROএটাই সবচেয়ে কৌশলতম কাজ, তার কারণ, যদি প্রত্যাশার থেকে বেশী গতিবেগে যানটি চাঁদে পৌঁছায়, তাহলে তা মহাশূন্যে হারিয়ে যাবে। আবার যদি, খুব গতিবেগে তা চাঁদের পৌঁছায়, তাহলে চাঁদের মহাকর্ষ তাকে আকর্ষণ করবে এবং চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়বে Chandrayaan 2লক্ষ্যে পৌঁছানের গতিবেগ এবং অবস্থান হওয়া প্রয়োজন একদম সঠিক হওয়া প্রয়োজন, সামান্যতম ভুলও পুরো মিশনকেই নষ্ট করে দিতে পারে।

Aug 20, 2019 09:01 (IST)

ISRO-এর উপগ্রহ সেন্টারের প্রাক্তন ডিরেক্টর ডঃ আন্নাদুরাই চলতি অভিযান সম্পর্কে বলেছেন, "এটা খানিকটা এমন, যে, ঘন্টায় প্রায় ৩,৬০০ কিলোমিটার বেগে নাচছেন এক মহিলা, তাঁর কাছে গোলাপফুল হাতে যাচ্ছেন এক ভদ্রলোক।(এই গতিবেগ বিমানের গতির প্রায় পাঁচগুণ), তাও আবার ঘরের কাছে নয়, ৩.৮৪ লক্ষ কিলোমিটার দূরে। যদি ওই জুটির মিলন হতে হয়, তাহলে অত্যন্ত নিষ্ঠাবান এবং নির্ভুল হতেই হবে"

Aug 20, 2019 09:01 (IST)

Chandrayaan 2 কে চাঁদে প্রতিস্থাপন করার কাজটি খুবই জটিল, তার কারণ, এটি উৎক্ষেপণ হয়েছে ৩৯, ২৪০ কিলোমিটার গতিতে, যা বায়ুমাধ্যমে শব্দের গতিবেগের প্রায়  ৩০ গুণ।ISRO চেয়ারম্যান ডঃ কে সিভান বলেন, "কেউ ভাবতে পারবে না,  Chandrayaan 2 তার লক্ষ্য থেকে ছিটকে যেতে পারে"

.