২০২২ সালে সাত দিনের জন্য মহাশূন্যে যাবেন ভারতীয় মহাকাশচারীদের একটি দল।
হাইলাইটস
- মহাকাশচারীদের ২০২১ সালের ডিসেম্বর মাসে মাহাকাশে পাঠাতে চায় ভারত
- অভিযান সফল হলে গোটা পৃথিবীর মধ্যে মহাকাশ চর্চায় অনেকটা এগিয়ে যাবে ভারত
- এ ব্যাপারে প্রথম ঘোষণাটি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ব্যাঙ্গালুরু:
মহাকাশচারীদের ২০২১ সালের ডিসেম্বর মাসে মাহাকাশে পাঠাতে চায় ভারত। এমনটাই জানালেন ইসরোর প্রধান কে সিভান। তিনি বলেন এই অভিযান সফল হলে গোটা পৃথিবীর মধ্যে মহাকাশ চর্চায় অনেকটা এগিয়ে যাবে ভারত। মহাকাশে মানুষ পাঠানো দেশ হিসেবে চতুর্থ হবে ভারত। প্রকল্পের নাম দেওয়া হয়েছে গগনযান।
রইল দশটি গুরুত্বপূর্ণ তথ্য
ইসরো প্রধান জানান মহাকাশচারীদের প্রাথমিক প্রশিক্ষণ ভারতেই হবে। পরে তাঁদের রাশিয়ায় নিয়ে যাওয়া হতে পারে। দলে মহিলা মহাকাশচারী রাখার চেষ্টা হচ্ছে।
গত মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান ২০২২ সালে সাত দিনের জন্য মহাশূন্যে যাবেন ভারতীয় মহাকাশচারীদের একটি দল। প্রকল্পের জন্য দশ হাজার কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে।
এখন থেকেই ঠিক করা হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা থেকেই বড় রকেটে চড়ে মহাকাশে উড়ে যাবেন মহাকাশ চারীরা।
সংস্কৃত ভাষায় মহাকাশকে ব্যোম বলা হয় তাই মহাকাশচারীদের ব্যোমনট বলা হবে।
এই অভিযান যাতে সফল হয় তার জন্য ফ্রান্স ওই রাশিয়া ভারতকে সাহায্য করবে বলে জানা গিয়েছে।
‘হিউম্যান স্পেশ ফ্লাইট' নির্মাণ করতে এ পর্যন্ত ১৭৩ কোটি টাকা খরচ করে ভারত। মহাকাশ অভিযান নিয়ে এখন বিস্তারিত আলোচনা হলে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ২০০৮ সালে। কিন্তু আর্থিক মন্দা এবং আরও কয়েকটি কারণে অভিযান এত বছর পিছিয়ে গিয়েছে।
২০০৭ সালে প্রথম এ সংক্রান্ত পরীক্ষণ করে ভারত।
২০১৪ সাল থেকে আধুনিক মহাকাশ যান তৈরির কাজ শুরু করেছে ইসরো।
দশ বছর আগে চন্দ্রায়ন এক অভিযান করেছিল ভারত। এবার আরও আধুনিক চন্দ্রায়ন দুই অভিযান করতে চায় ভারত। প্রকল্পের প্রস্তাবিত খরচ ৮০০ কোটি টাকা।
২৫ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে এই অভিযান করা হবে বলে ঠিক হয়েছে।
Post a comment