This Article is From Feb 19, 2019

বেঙ্গালুরুতে এয়ার শো-এর আগে অনুশীলনের সময় দুর্ঘটনা, এক পাইলটের মৃত্যুর খবর

একটি ভিডিয়ো থেকে  দেখা  যাচ্ছে গোটা চত্বর কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে।

বেঙ্গালুরুতে  এয়ার শো-এর আগে অনুশীলনের সময়  দুর্ঘটনা, এক  পাইলটের মৃত্যুর খবর

হাইলাইটস

  • এয়ার শো-এর আগে অনুশীলনের সময় বায়ু সেনার দুটি বিমানের মধ্যে সংঘর্ষ
  • প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে দুটি বিমানের চালক সুস্থ আছেন
  • এবারের এয়ারো শো ২০ তারিখ থেকে শুরু হয়ে চলবে ২৪ তারিখ পর্যন্ত
বেঙ্গালুরু:

বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া শো শুরুর আগের দিন বায়ুসেনার সূর্য কিরণ অ্যারোবেটিক্স টিমের দুই বিমানের মধ্যে সংঘর্ষ হল। সকাল ১১টা  ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর।  দুটি বিমানের  তিন জন পাইলটের  মধ্যে  দুজনকে নিরাপদে বের করে  আনা সম্ভব হয়েছে। অন্য জনের সম্পর্কে কোনও  তথ্য পাওয়া  যায়নি এখনও।  তাঁর মৃত্যু হয়েছে  বলে আশঙ্কা। একটি ভিডিয়ো থেকে  দেখা  যাচ্ছে গোটা চত্বর কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে। জানা  গিয়েছে এই   বিমান দুটি বায়ুসেনার দুটি  দলের। কাল থেকে  বেঙ্গালুরুতে শুরু হচ্ছে বিশেষ শো। তার আগেই এই ঘটনাটি ঘটে গিয়েছে।

কাশ্মীরে জঙ্গি হানার ১০০ ঘণ্টারও কম সময়ের মধ্যে জইশ নেতৃত্বকে নিকেশ করা হয়েছে: সেনা

 জানা  গিয়েছে এই   বিমান দুটি বায়ুসেনার দুটি  দলের। কাল থেকে  বেঙ্গালুরুতে শুরু হচ্ছে বিশেষ শো। তার আগেই এই ঘটনাটি ঘটে গিয়েছে।  এবারের এয়ারো  শো ২০ তারিখ থেকে  শুরু  হয়ে  চলবে  ২৪ তারিখ  পর্যন্ত। এই সময়ের মধ্যে  সূর্য কিরণ অ্যারোবেটিক টিমের  কসরত দেখতে তৈরি হয়েছে  গোটা দেশ। পাঁচ দিনের এই অনুষ্ঠানে অংশ নিতে  হাজির হচ্ছেন  বহু মানুষ। ১৯৯৬ সাল  থেকে বেঙ্গালুরু থেকে এই  প্রদর্শনী হয়ে আসছে।  শেষবার  এই শো হয়েছিল ২০১৭। গত বছর কোনও একটি কারণে সেটি হয়নি। অন্য দর্শকদের পাশাপাশি আসবেন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও।   

.