This Article is From Nov 26, 2018

পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত একাই নিয়েছিলেন সিধু, বললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

পাকিস্তানে গিয়ে প্রাক্তন ক্রিকেটার তথা অধুনা পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুর পাকিস্তানি সেনাপ্রধানকে জড়িয়ে ধরে বিতর্কিত আলিঙ্গনে মোটেই খুশি হননি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ।

পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত একাই নিয়েছিলেন সিধু, বললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

পাকিস্তানে যাওয়া নিয়ে মন কষাকষি নভজ্যোত সিধু ও অমরিন্দর সিংহের মধ্যে।

হাইলাইটস

  • Amarinder Singh declined invitation to visit the Kartarpur ceremony
  • Navjot Sidhu's decision to accept the invite has not pleased Mr Singh
  • Mr Sidhu's decision to go to Pak his way of thinking: Amarinder Singh
নিউ দিল্লি:

পাকিস্তানে গিয়ে প্রাক্তন ক্রিকেটার তথা অধুনা পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুর পাকিস্তানি সেনাপ্রধানকে জড়িয়ে ধরে বিতর্কিত আলিঙ্গনে মোটেই খুশি হননি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াকে আলিঙ্গন করে সিধু বলেছিলেন, "১৫-১৬ কোটি মানুষের জন্য এই আলিঙ্গন গুরুত্বপূর্ণ হয়ে থাকবে ইতিবাচকভাবে"।

ব্লগঃ জঙ্গলমহলের বাপ ও রতনমোহন শর্মার বন্দিশ

অমরিন্দর সিংহ বলেন, " পাকিস্তানে যাওয়াটা সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত সিধুর। আমি শুধু জানি, একজন মুখ্যমন্ত্রী এবং শিখ হিসেবে আমার দায়িত্ব কী। আমি সেটাই পালন করি। সেই দায়িত্বের ফলেই চাই কর্তারপুর করিডোরটা হোক। কিন্তু আমাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভাবতে হয়। যা, আমাকে পাকিস্তানে যেতে বাধা দিয়েছিল"।

পড়ুন ব্লগঃ এক গাঙ্গেয় সন্ধ্যার বিষণ্ণ রূপকথা

প্রসঙ্গত, পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াকে কড়া আক্রমণ করেছিলেন তিনি সন্ত্রাসবাদী হানা বিষয়ে। 

ব্লগঃ টেলিফোন বুথের দিনকাল ও শ্যামল কাকা

তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন, বার্লিনের প্রাচীর যদি ভেঙে যেতে পারে, তাহলে এটাই বা কেন ভাঙবে না...আমিও একইকথা বলছি। দু'দেশের মানুষ ও ধর্মের ঐক্য হোক, তা আমিও চাই", বলেন তিনি।

.