This Article is From May 28, 2018

সন্তানের নাম বেনিটো মুসোলিনি রাখা যাবে না, ইটালিয়ান কোর্ট জানালো মা বাবাকে

14 মাসের শিশু বেনিটো মুসোলিনির মা বাবাকে ইটালিয়ান কোর্টে তাদের ছেলের বিতর্কিত নাম প্রসঙ্গে ডেকে পাঠানো হয়েছে

সন্তানের নাম বেনিটো মুসোলিনি রাখা যাবে না, ইটালিয়ান কোর্ট জানালো মা বাবাকে

শিশুর নামের জন্য মা বাবাকে ডেকে পাঠানোর ঘটনা এবারেই প্রথম নয় (প্রতীকী ছবি)

রোম, ইটালি: 14 মাসের শিশু বেনিটো মুসোলিনির মা বাবাকে ইটালিয়ান কোর্টে তাদের ছেলের বিতর্কিত নাম প্রসঙ্গে ডেকে পাঠানো হয়েছে, একটা নিউজপেপার রিপোর্টে জানা গেল।

ইটালির সাধারণ নিয়ম অনুযায়ী ছোট্ট বেনিটোর নাম তার এক পূর্বপুরুষের নামের অনুকরণে রাখা হয়েছে।  

কিন্তু সমস্যা হল ওই পরিবারের পদবী মুসোলিনি, যা ওই শিশুকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ফ্যাসিবাদী ডিক্টেটর মুসোলিনির সঙ্গে কোনও রকম সম্পর্ক না থাকা সত্ত্বেও একই নামধারীতে পরিণত করেছে।

এই অসাধারণ নাম উত্তরের শহর জেনোয়ার কোর্টে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে, দৈনিক গ্যজেটা দি পারমা অনুসারে, পরবর্তীকালে শিশু কল্যাণের বিষয়ে পরিণত হতে চলেছে।    

ইটালিয়ানদের জন্য এই বিষয়টি 2015 সালের সিনেমা "Il nome del figlio" (একটা ইটালিয়ান নাম)-র দ্বারা সৃষ্টি হওয়া বিতর্কের প্রসঙ্গ ফিরিয়ে এনেছে। ফ্রেঞ্চ সিনেমা থেকে সংগৃহীত এই ইটালিয়ান সিনেমায় একজন নিজের ছেলের নাম রাখতে চেয়েছিল বেনিটো।

এই ঘটনা মিলানের এক মা বাবার নামে একটা কোর্ট কেসের কথা মনে করায় যেখানে তাঁরা নিজেদের সন্তানের নাম রাখতে চেয়েছেন “ব্লু”, যা স্থানীয় প্রশাসকরা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।   

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)Click for more trending news


.