This Article is From Mar 28, 2019

বীরভূমে গরুর গাড়িতে চড়ে প্রচার দুধকুমারের, ই-রিকশাতে শতাব্দীর

শুধু, ই-রিকশা চালানোই নয়, গোলাপি শাড়ি ও রোদচশমা পরে এলাকার স্থানীয় আদিবাসীদের সঙ্গে নাচতেও দেখা গেল শতাব্দীকে।

Advertisement
অল ইন্ডিয়া

২০০৯ ও ২০১৪ সালের তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এই লোকসভা কেন্দ্রে। (ছবি প্রতীকী)

বীরভূম:

বীরভূমের লোকসভা প্রার্থীদের (Lok Sabha election 2019) ‘পাখির চোখ' এখন প্রচারে ব্যবহৃত যানবাহন! কেউ প্রচারের জন্য গরুর গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন, তো আবার কেউ, নিজেই নিজের প্রচারে বেরোচ্ছেন ই-রিকশা চালিয়ে। লেখাই সঙ্গত যে, চালকের আসনেও বসে আছেন প্রার্থী স্বয়ং! রামপুরহাটের কয়েকটি গ্রামে প্রচারের জন্য টলিউডের অভিনেত্রী তথা ২০০৯ ও ২০১৪ সালের তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়কে দেখা গেল নিজের প্রচারে নিজেই বৈদ্যুতিন রিকশা বা ই-রিকশা চালিয়ে বেরিয়েছেন। শুধু, ই-রিকশা চালানোই নয়, গোলাপি শাড়ি ও রোদচশমা পরে এলাকার স্থানীয় আদিবাসীদের সঙ্গে নাচতেও দেখা গেল শতাব্দীকে। প্রচারে অবিনবত্বের মিশেল দেওয়ায় অবশ্য পিছিয়ে নেই শতাব্দীর প্রতিদ্বন্দী বিজেপি নেতা দুধকুমার মণ্ডলও। তিনি বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় ঘুরে বেড়ালেন গরুর গাড়িতে চড়ে।

রাহুল বাচ্চা ছেলে, কংগ্রেস সভাপতির সমালোচনার জবাব এড়িয়ে মন্তব্য মমতার

আগামী ২৯ এপ্রিল ভোট হবে বীরভূম লোকসভা কেন্দ্রে। ওই দিন দেশজুড়ে পালিত হবে চতুর্থ দফার নির্বাচন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement