অন্যদিকে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ।
হাইলাইটস
- বিধায়ক খুনের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়ের নামে এফআইআর দায়ের হয়েছে
- বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে পুলিশঃ মুকুল
- এফআইআর করলেই হবে না, অপরাধের প্রমাণ দিকঃ মুকুল
কলকাতা: নদিয়ার তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়ের নামে এফআইআর দায়ের হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের একদা সেকেন্ড ইন কমান্ড। তিনি বললেন ঠাকুরনগর- দুর্গাপুর থেকে শুরু করে অন্যত্র প্রধানমন্ত্রী সভায় ভিড় দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। আর সেই কারণেই বিজেপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। তাঁর কথায়, "আমি বলে দিতে পারি কোন একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় খুন করেছেন। কিন্তু সেটা প্রমাণ করতে হবে। একই ভাবে এ ঘটনার প্রকৃত তদন্ত প্রয়োজন"। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ধর্না প্রসঙ্গে কটাক্ষ করেন মুকুল। এদিকে সংবাদ মাধ্যমে মুকুল সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন নদিয়ার তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত । এ নিয়ে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও মুকুল জানান।
তৃণমূল বিধায়ক খুনের এফআইআরে মুকুল রায়ের নাম, গ্রেফতার ২
অন্যদিকে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। এই দুজনের নাম কার্তিক মণ্ডল এবং সুজিত মন্ডল। একই সঙ্গে বিধায়ক খুনের ঘটনায় হাঁসখালি থানার ওসিকেও সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় বিধায়কের একমাত্র নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গে ছিলেন না। পুলিশের অনুমান নিরাপত্তারক্ষী যে থাকবেন না এ কথা জেনেই খুনের ছক করা হয়েছিল। আর সেই মতো সবটা ঘটেছে। তাছাড়া বার বার লোডশেডিংও ভাবাচ্ছে পুলিশকে। খুনের ঘটনায় এফআইআরও দায়ের করেছেন জেলার তৃণমূল নেতারা। তাতে নাম আছে মুকুল রায়েরও। প্রথম থেকেই এই ঘটনায় বিজেপির হাত দেখছে তৃণমূল। তবে বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।