This Article is From Jan 22, 2020

‘‘মাহিরা, অ্যাডজাস্ট করবেন না’’, ইন্টারনেটে কেন এমন আর্জি মাহিরা খানকে

‘রইস' ছবির অভিনেত্রীর পোস্ট করা এই ছবি দেখে চমকে ওঠেন নেটিজেনরা।

‘‘মাহিরা, অ্যাডজাস্ট করবেন না’’, ইন্টারনেটে কেন এমন আর্জি মাহিরা খানকে

ছবির ক্যাপশনেই মন জিতলেন মাহিরা।

হাইলাইটস

  • অভিনেত্রীর পোস্ট করা এই ছবি দেখে চমকে ওঠেন নেটিজেনরা
  • ছবির ক্যাপশন মন জিতেছে সকলের
  • রইস’ ছবিতে মাহিরার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের

ইনস্টাগ্রামে (Instagram) মাহিরা খানের (Mahira Khan) নতুন পোস্ট দেখে হকচকিয়ে গিয়েছেন অনেকেই। কিন্তু ছবির ক্যাপশন দেখে অনেকেই খুশি হয়েছেন। ‘রইস' ছবির অভিনেত্রীর পোস্ট করা এই ছবি দেখে চমকে ওঠেন নেটিজেনরা। প্রথম ঝলকে মনে হবে নায়িকা বুঝি শুয়ে রয়েছেন। কিন্তু সামান্য মনোযোগ দিলেই বোঝা যাবে, মাহিরা দাঁড়িয়ে রয়েছেন। বরং ছবিটিই এমন ভাবে রয়েছে মনে হচ্ছে তিনি শুয়ে রয়েছেন‌। ছবি দেখে খানিক বিস্মিত তাঁর ৫৪ লক্ষ ফলোয়ার। ৩৫ বছরের অভিনেত্রী ছবির ক্যাপশনে লেখেন, ‘‘কেউ বলেছিলেন ছবিটি ‘অ্যাডজাস্ট' করতে। ভাই আমি অ্যাডজাস্ট করি না।'' তাঁর সরস ক্যাপশন জিতেছে তাঁর ফলোয়ারদের হৃদয়।

প্রায় দেড় লক্ষ লাইক পেয়েছে ছবিটি। জমা পড়েছে শয়ে শয়ে কমেন্ট। পাকিস্তানের অভিনেত্রীর প্রশংসাই করেছেন অধিকাংশ নেটিজেন।

একজন লেখেন, ‘‘মজাদার ক্যাপশন।''

আর একজন লেখেন, ‘‘হবেন না (অ্যাডজাস্ট)। আপনি যেমন, তাতেই সুন্দর।''

অন্য একজন লেখেন, ‘‘আপনার অ্যাডজাস্ট করার কোনও দরকার নেই।''

আর এক নেটিজেন লেখেন, ‘‘এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আপনি শুয়ে রয়েছেন।''

জনপ্রিয় টেলিভিশন শো ‘হামসফর' ও ‘শের-এ-জাত'-এ দেখা গিয়েছে মাহিরাকে। ‘রইস' ছবিতে শাহরুখ খানের সঙ্গে তাঁর রসায়ন মন জিতেছিল দর্শকদের। 

Click for more trending news


.