This Article is From Aug 14, 2019

বিদেশ যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটক জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদ শাহ ফয়জল

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন আইএএস শাহ ফয়জলকে নজরবন্দি করা হল। জানা যাচ্ছে, তিনি বিদেশে যাওয়ার উড়ান ধরতে গেলে তাঁকে গ্রেফতার করা হয় দিল্লিতে

বিদেশ যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটক জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদ শাহ ফয়জল

আইএএস থেকে রাজনীতিতে আসা ফয়জল জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন

নয়াদিল্লি:

জম্মু ও কাশ্মীরের (J&K) প্রাক্তন আইএএস (IAS) শাহ ফয়জলকে (Shah Faesal) নজরবন্দি করা হল। জানা যাচ্ছে, তিনি বিদেশে যাওয়ার উড়ান ধরতে গেলে তাঁকে গ্রেফতার করা হয় দিল্লিতে। সেখান থেকে আবার কাশ্মীরে ফেরত পাঠানো হয়েছে। আইএএস থেকে রাজনীতিতে আসা ফয়জল ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন। মঙ্গলবার তিনি টুইট করে রাজনৈতিক অধিকার ফিরে পেতে কাশ্মীরে অহিংস রাজনৈতিক গণ আন্দোলনের ডাক দেন। তিনি টুইট করেন, ‘‘রাজনৈতিক অধিকার ফিরে পেতে কাশ্মীরের প্রয়োজন একটি দীর্ঘ, টেকসই, অহিংস রাজনৈতিক গণ আন্দোলন। ৩৭০ ধারারা বিলুপ্তি মূলধারাকে শেষ করে দিয়েছে। সাংবিধানিকরা চলে গিয়েছেন। সুতরাং এখন আপনি এখন কেবল তাবেদার নয়তো বিচ্ছিন্নতাবাদী হতে পারেন। কোনও ধূসরতার ছায়া নেই।''

জম্মু থেকে তোলা হল নিষেধাজ্ঞা, তবে কাশ্মীরে আরও কিছুদিন জারি থাকবে বিধিনিষেধ

৩৫ বছরের ফয়জল একজন এমবিবিএস। তিনি আইএএস ছাড়েন গত জানুয়ারিতে। কাশ্মীরে ‘‘দুর্বলের হত্যা'' এবং ‘‘ভারতীয় মুসমিলদের প্রান্তিকীকরণ''-এর বিরুদ্ধে প্রতিবাদেই এই পদক্ষেপ করেন তিনি।

তিনি জানিয়ে দেন, ‘‘এই মুহূর্তে আমি চাকরি ছাড়ছি। এরপর আমি কী করব, তা নির্ভর করছে কাশ্মীরের নাগরিকরা আমাকে কী করতে বলেন তার উপর। বিশেষ করে তরুণরা।'' ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের কাছ থেকে আইডিয়া চেয়েছিলেন তিনি।

.