This Article is From Sep 20, 2019

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ অপর্ণা সেন সহ অন্য বিশিষ্টদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের মতামত জানালেন কলকাতার ১৫ জন বিশিষ্ট ব্যক্তি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ অপর্ণা সেন সহ অন্য বিশিষ্টদের

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গেলে, সেখানে তাঁকে হেনস্থার করা হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গেলে, সেখানে তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের মতামত জানালেন কলকাতার ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে অন্যতম খ্যাতনামা অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ব্যবহার এবং পড়ুয়াদের সঙ্গে বাবুল সুপ্রিয়র নিরাপত্তা বাহিন‌ীর আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। তাঁদের পেশ করা বিবৃতিতে তাঁরা জানান, ‘‘প্রতিবাদী পড়ুয়ারা আরও সংযত আচরণ করতে পারত সারা দেশের অশান্ত পরিবেশের কথা মাথায় রেখে। ভাল পরিবেশে পড়ুয়াদের সঙ্গে কখনই দাগী অপরাধীর মতো  ব্যবহার করা হয় ন‌া।''

রাজ্য সরকারকে এ ব্যাপারে তদন্তে নেমে অপরাধীদের শাস্তি দেওয়ার আবেদন জানানো হয় ওই বিবৃতিতে। তাঁরা আবেদন জানান, রাজনীতিবিদরা যেন এমন কিছু না করেন যাতে বিশ্ববিদ্যালয় চত্বরের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি এই আবেদনও করা হয় কোনও আপৎকালীন পরিস্থিতিকে যেন গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধান করা হয় এবং হিংসার পথ যেন না বেছে নেওয়া হয়।

যাদবপুরের আক্রমণকারীদের ‘‘কাপুরুষ'' বলে টুইট করলেন বাবুল সুপ্রিয়

অপর্ণা সেন ছাড়াও ওই বিবৃতিতে আরও সই করেন অভিনেতা কৌশিক সেন, ঋদ্ধি সেন, রূপম ইসলাম, সমাজকর্মী-কলাম লিখিয়ে বোলান গঙ্গোপাধ্যায়।

বাবুল ওইদিন বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিতে ওখানে গিয়েছিলেন। ভিডিওয় দেখা গিয়েছে বাবুলকে আক্রমণ করা হচ্ছে। তাঁকে ধাক্কা দেওয়া হচ্ছে এবং শার্ট ছিঁড়ে দেওয়া হচ্ছে। বাবুল অভিযোগ জানিয়েছিলেন, ‘‘ওরা আমার চুল ধরে টেনেছে ও ধাক্কা দিয়েছে।''

‘‘শার্ট ছিঁড়েছে, চুল ধরে টেনেছে'': যাদবপুরের নিগ্রহ প্রসঙ্গে বাবুল সুপ্রিয়

কেন্দ্রীয় মন্ত্রীকে বাইরে বের করে নিয়ে আসেন রাজ্যপাল জগদীপ ধনকর। ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যান তিনি। ঘটনাকে কেন্দ্র তৈরি করে বঙ্গ রাজনীতিতে তৈরি হয় বিতর্ক। রাজ্যপাল মন্তব্য করেছিলেন, ‘‘রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিকূল চেহারাই এতে প্রতিফলিত হচ্ছে।'' তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানায়, রাজ্যপাল এই ঘটনায় রাজনৈতিক মন্তব্য করছেন।

শুক্রবার বাবুল এই ঘটনার নিন্দা করে টুইট করেন। সেখানে তিনি লেখেন, যারা তাঁকে হেনস্থা করেছে তাদের মানসিক পুনর্বাসন দেওয়া হবে। তিনি তাঁর টুইটে জানান, ‘‘চিন্তা নেই, তোমাদের সঙ্গে সেই ব্যবহার করা হবে না যেটা তোমরা আমার সঙ্গে করেছ।''

.