যুগ্ম অধিকর্তা মনোজিৎ মণ্ডল সোমবার ফেসবুকে অর্থপ্রাপ্তির বিষয়টি প্রকাশ্যে আনেন।
হাইলাইটস
- পরিকাঠামো বৃদ্ধির জন্য একশো কোটি টাকা অনুদান পাচ্ছে যাদবপুর
- কেন্দ্র ও রাজ্য সরকার ৬০-৪০ অনুপাতে টাকা দিচ্ছে
- প্রথম কিস্তির ৪১ কোটি ৬৬ লক্ষ টাকা পেল বিশ্ববিদ্যালয়
কলকাতা: গবেষণার মান ভাল করা থেকে শুরু করে পরিকাঠামো বৃদ্ধির জন্য একশো কোটি টাকা অনুদান পাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই টাকার প্রথম কিস্তি এসে পৌঁছল। কেন্দ্র ও রাজ্য সরকার ৬০-৪০ অনুপাতে টাকা দিচ্ছে। প্রথম কিস্তির ৪১ কোটি ৬৬ লক্ষ টাকা পেল যাদবপুর। এর মধ্যে ২৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। বাকিটা এসেছে রাজ্যের তহবিল থেকে। গোটা দেশের বিভিন্ন বাছাই করা রাজ্য বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের অধীনে অর্থ সাহায্য করা হয়। তাতে রাজ্যের তুলনায় অধিক অর্থ দেয় কেন্দ্র। এরই অংশ হিসেবে টাকা পাচ্ছে যাদবপুর।
এ রাজ্যে ওই অভিযানের দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিঠি দিয়ে ইতিমধ্যেী অর্থপ্রাপ্তির কথা জানিয়ে দেন তিনি। এ ব্যাপারে সংবাদ সংস্থা পিটিআইকে প্রতিক্রিয়া দিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস। তিনি জানান পরিকাঠামো বৃদ্ধির কাজ তো হবেী কিন্তু টাকাটি যাতে সম্পূর্ণ ভাবে খরচ করা যায় তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা হবে বলে তিনি জানান।
প্রকল্পের যুগ্ম অধিকর্তা মনোজিৎ মণ্ডল সোমবার ফেসবুকে অর্থপ্রাপ্তির বিষয়টি প্রকাশ্যে আনেন। পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।