This Article is From Jan 14, 2019

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকের ঝুলন্ত দেহ উদ্ধার

যাদবপুর  বিশ্ববিদ্যালয়ের গবেষকের ঝুলন্ত দেহ উদ্ধার। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর রবিবার এই ঘটনাটি ঘটেছে।

Advertisement
Kolkata

গত বছর তাঁর  বিয়ের হওয়ার কথা  ছিল কিন্তু তা হয়নি।

Highlights

  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • বিশ্ববিদ্যালয় সূত্রে খবর রবিবার এই ঘটনাটি ঘটেছে
  • ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে
কলকাতা:

যাদবপুর  বিশ্ববিদ্যালয়ের গবেষকের ঝুলন্ত দেহ উদ্ধার। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর রবিবার এই ঘটনাটি ঘটেছে। মাইক্রো বায়োলজির গবেষক সুকন্যা পোদ্দারকে বাঘাযতীনে নিজের ফ্ল্যাটের একটি ঘরের পাখা থেকে ঝুলতে দেখা যায়। অনেকটা সময় দরজা বন্ধ থাকায় পুলিশই ঘরের দরজা ভেঙে  দেহ  উদ্ধার করে। জানা গিয়েছে  তিনি একটি কলেজের আংশিক সময়ের অধ্যাপনা করতেন।

১৬টি কুকুর ছানার দেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর ভিডিয়ো

ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা  হচ্ছে। প্রাথমিক ভাবে জানা  গিয়েছে গত বছর তাঁর  বিয়ের হওয়ার কথা  ছিল  কিন্তু তা হয়নি। সেই কারণেই তিনি আত্মহত্যা  করলেন কিনা তা জানার চেষ্টা  করছে পুলিশ। পরিবারের লোকেদের পাশাপাশি তাঁর বন্ধুদের সঙ্গেও কথা  বলছে  পুলিশ।

মকর সংক্রান্তির পূণ্যতিথি সমাগত, দেশ জুড়ে উৎসবের মেজাজ

কয়েক মাস আগে  শহরের আরেক খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ূয়ার  ঝুলন্ত দেহ উদ্ধার হয়।  স্বপ্রভ ভক্ত নামে ওই ছাত্রের বাড়ি বারাসতে। বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার করা  হয়। বছর একুশের স্বপ্রভ মায়ের সঙ্গে থাকতেন।  বছর  দুয়েক আগে বাবা- মায়ের বিবাহ বিচ্ছেদ হয়।

Advertisement

                                                      

Advertisement