This Article is From Sep 20, 2018

মেরি কম, চন্দ্রশেখর ঘোষ, কৌশিক বসুদের ডি লিট দেবে যাদবপুর

Jadavpur University: সচিত তেন্ডুলকরকেও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে ডি লিট উপাধি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল

মেরি কম, চন্দ্রশেখর ঘোষ, কৌশিক বসুদের ডি লিট দেবে যাদবপুর

Jadavpur University: সমাবর্তন অনুষ্ঠানটি হবে আগামি চব্বিশে ডিসেম্বর।  

হাইলাইটস

  • ডি লিট পাবেন মেরি কম, কৌশিক বসু, চন্দ্রশেখর ঘোষ ও মাম্মেন চেন্ডি
  • সচিন তেন্ডুলকর নীতিগত কারণে ডি লিট-এর প্রস্তাব ফিরিয়ে দেন
  • আগামি চব্বিশে ডিসেম্বর হবে সমাবর্তন অনুষ্ঠান
কলকাতা:

বক্সার মেরি কম, অর্থনীতিবিদ কৌশিক বসু, হেমাটোলজিস্ট মাম্মেন চেন্ডি এবং বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষকে বিশ্ববিদ্যালয়ের তেষট্টিতম সমাবর্তন অনুষ্ঠানে ডি লিট দিয়ে সম্মান জানাবে যাদবপুর (Jadavpur University)। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রদীপ ঘোষ বলেন, সচিন তেন্ডুলকর এই সম্মান গ্রহণ করার ব্যাপারে নীতিগতভাবে তাঁর অপারগতা জানিয়ে দিয়েছেন। মলিকিউলার বায়োলজিস্ট দীপঙ্কর চট্টোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডিএসসি উপাধি দিয়ে সম্মানিত করা হবে বলেও জানান প্রদীপ ঘোষ।

তিনি বলেন, সচিত তেন্ডুলকরকেও বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তরফ থেকে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে ডি লিট উপাধি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

“কিন্তু, উনি মেল মারফৎ আমাদের জানিয়ে দিয়েছেন যে, এই সম্মানটি নীতিগত কারণে ওঁর পক্ষে গ্রহণ করা সম্ভব হবে না”, বলেন প্রদীপ ঘোষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠানটি হবে আগামি চব্বিশে ডিসেম্বর।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.