This Article is From Jul 30, 2019

পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকর

পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকর

পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকর

পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকর

কলকাতা:

পশ্চিমবঙ্গের ২৮ তম রাজ্যপাল (West Bengal governor) হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। রাজস্থানের ঝুনঝুনু থেকে নির্বাচিত হওয়া লোকসভার প্রাক্তন ওই সাংসদ মঙ্গলবার কলকাতার রাজভবনে নতুন রাজ্যপাল হিসাবে শপথ (oath) নেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ। জানা গেছে, নয়া রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। উপস্থিত ছিলেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অর্থমন্ত্রী অমিত মিত্র সহ অতিথি অভ্যাগতরাও। রাজ্যের নয়া রাজ্যপালের শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে  পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।

রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর, শপথগ্রহণ ৩০ জুলাই

শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী জগদীপ ধনকর (Jagdeep Dhankhar) কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

গত ২০ জুলাই ধনকরকে (Jagdeep Dhankhar) পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসাবে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। পূর্বতন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হন জগদীপ ধনকর।

বিদায়ের দিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, আশা ছিল কেশরী নাথ ত্রিপাঠীর

রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর নয়া রাজ্যপাল নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও। সেখানে নয়া রাজ্যপাল হচ্ছেন রমেশ ব্যাস (Ramesh Bais)।

পাশাপাশি নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন আর এন রবি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.