This Article is From Jun 16, 2018

আবর্জনার আঁধারে হাজার হাজার আসল আধার কার্ড এখন অভিভাবকহীন

বাড়ি ফিরে সেগুলি গুছিয়ে রাখতে গিয়ে দেখেন খবরের কাগজের মধ্যে 1,830  বেশি আধার কার্ড রয়েছে

আবর্জনার আঁধারে হাজার হাজার আসল আধার কার্ড এখন অভিভাবকহীন

পুলিশ এখন পর পর তদন্ত করে গোটা বিষয়ের কারণ সন্ধকান করছে

নিউ দিল্লি: পুরনো খবরের কাগজের মধ্যে মিলল 1,830  বেশি আধার কার্ড ৷ ঘটনাটি রাজস্থানের জয়পুরের ৷ পেশায় ফেরিওয়ালা ওই ব্যক্তি বাড়ি বাড়ি ঘুরে পুরনো কাগজ জিনিসপত্র কিনে থাকেন ৷ এবারও একটি বাড়ি থেকে পুরনো খবরের কাগজ কিনেছিলেন ৷ বাড়ি ফিরে সেগুলি গুছিয়ে রাখতে গিয়ে দেখেন খবরের কাগজের মধ্যে 1,830  বেশি আধার কার্ড রয়েছে ৷

ইমরান নামে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় ৷ খতিয়ে দেখার পর জানা গিয়েছে সমস্ত আধার কার্ডগুলি আসল ৷ জালুপুরা থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন ওটা আধার কার্ডের পার্সেল ছিল ৷ ডাক বিভাগ থেকে সেটি পাঠানোর কথা ছিল ৷ কোনও ভাবে জেনারেল পোস্ট অফিস থেকে পার্সেলটি কোনও ভাবে খোয়া গিয়েছিল ৷

পুলিশের তরফে ডাক বিভাগে বিষয়টি জানানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ কীভাবে পুরনো খবরের কাগজের মধ্যে পৌঁছল এতগুলো আধার কার্ড তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ইমরানের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ এখন পর পর তদন্ত করে গোটা বিষয়ের কারণ সন্ধকান করছে।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.