পুলিশ এখন পর পর তদন্ত করে গোটা বিষয়ের কারণ সন্ধকান করছে
নিউ দিল্লি:
পুরনো খবরের কাগজের মধ্যে মিলল 1,830 বেশি আধার কার্ড ৷ ঘটনাটি রাজস্থানের জয়পুরের ৷ পেশায় ফেরিওয়ালা ওই ব্যক্তি বাড়ি বাড়ি ঘুরে পুরনো কাগজ জিনিসপত্র কিনে থাকেন ৷ এবারও একটি বাড়ি থেকে পুরনো খবরের কাগজ কিনেছিলেন ৷ বাড়ি ফিরে সেগুলি গুছিয়ে রাখতে গিয়ে দেখেন খবরের কাগজের মধ্যে 1,830 বেশি আধার কার্ড রয়েছে ৷
ইমরান নামে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় ৷ খতিয়ে দেখার পর জানা গিয়েছে সমস্ত আধার কার্ডগুলি আসল ৷ জালুপুরা থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন ওটা আধার কার্ডের পার্সেল ছিল ৷ ডাক বিভাগ থেকে সেটি পাঠানোর কথা ছিল ৷ কোনও ভাবে জেনারেল পোস্ট অফিস থেকে পার্সেলটি কোনও ভাবে খোয়া গিয়েছিল ৷
পুলিশের তরফে ডাক বিভাগে বিষয়টি জানানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ কীভাবে পুরনো খবরের কাগজের মধ্যে পৌঁছল এতগুলো আধার কার্ড তা খতিয়ে দেখা হচ্ছে ৷
ইমরানের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ এখন পর পর তদন্ত করে গোটা বিষয়ের কারণ সন্ধকান করছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)