Read in English
This Article is From Oct 31, 2018

কাশ্মীরে খতম মাসুদের ভাইপোর, উদ্ধার মার্কিন রাইফেল

নিরাপত্তা বাহিনীর সঙ্গে  গুলির লড়াইয়ে মৃত্যু  হল জঈশ-ই- মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইপো উস্মান হায়দার সহ দুই জঙ্গির।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from PTI)

Highlights

  • দক্ষিণ কাশ্মীরে ট্রল নামে একটি জায়াগায় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছ
  • গত সপ্তাহে এই এলাকায় স্নাইপার হামলা চালায় জঙ্গিরা
  • সেই ঘটনায় এই উস্মান জড়িত বলে মনে করা হচ্ছে
শ্রীনগর :

নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হল জঈশ-ই- মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইপো উস্মান হায়দার সহ দুই জঙ্গির। দক্ষিণ কাশ্মীরে ট্রল নামে একটি জায়াগায় মঙ্গলবার সন্ধ্যায় এই  ঘটনাটি ঘটেছে। গত সপ্তাহে  এই  এলাকায় স্নাইপার হামলা চালায় জঙ্গিরা।

তাতে  এই উস্মান জড়িত বলে মনে করা  হচ্ছে।  ওই হামলায় প্রাণ হারান এক সেনা  জওয়ান সহ কয়েকজন। জানা  গিয়েছে উস্মানকে  নিকেশ করার পর তার থেকে আমেরিকায় তৈরি একটি এম 4 কারবাইন রিভলভার  উদ্ধার করা  গিয়েছে।

স্নাইপার আক্রমণে এই রিভলভারের ব্যবহার হয়ে  থাকতে  পারে বলে নিরাপত্তা বাহিনীর অনুমান। ঘটনার পর জঈশ-ই- মহম্মদের  তরফে সোশ্যাল  মিডিয়ায় বিবৃতি এবং ভিডিয়ো প্রকাশ করা হয়েছে।

Advertisement

জানা  গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ট্রলের এনকাউন্টার  প্রায় ছ' ঘণ্টা  ধরে  চলেছে। একটি  বাড়িতে লুকিয়ে  তারা হামলা  করছিল। তাতে  আগুন লেগে  যাওয়ায় দুই জঙ্গির প্রাণ  যায়।  

স্থানীয়দের এখন ওই বাড়ির আশাপাশে না  যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  কোনও বিস্ফোরক থেকে গেলে  ভয়াবহ কিছু  একটা  ঘটতে পারে বলে  আশঙ্কা।

Advertisement

কুলগ্রামে  কিছু দিন আগে  এমনই একটি ঘটনা ঘটে। সেখানে এনকাউন্টারের পরে  পড়ে  থাকা বোমা  ফেটে মৃত্যু হয় বেশ কয়েকজনের।                                                                

 

Advertisement