This Article is From Aug 24, 2019

"Long Innings As A Public Figure": প্রয়াত জেটলিকে শ্রদ্ধা সনিয়ার

Arun Jaitely Death: শনিবার দুপুরে দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। গত ৯ অগস্ট এইমসে ভর্তি হয়েছিলেন তিনি।

অরুণ জেটলির প্রয়াণে গভীর শোক ব্যাক্ত করেন সনিয়া গান্ধি।

নয়াদিল্লি:

‘Public Figure হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন অরুণ জেটলি (Arun Jaitley)। সাংসদ, মন্ত্রী হিসাবে জনজীবনে তাঁর অবদান সব সময় অক্ষত থাকবে।' প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য কংগ্রেস চেয়ারপার্সন সনিয়া গান্ধির (Sonia Gandhi)। শনিবার প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। গত ৯ অগস্ট সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। কার্ডিওলজি বিভাগে চিকিৎসা শুরু হয় তাঁর। পরদিন ১০ অগস্ট এইমস শেষ বারের মতো মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানিয়েছিল, শারীরবৃত্তীয় ভাবে উনি স্থিতিশীল রয়েছেন। এদিন সকাল থেকেই জেটলির অবস্থার অবণতি হয়। দুপুর ১২.০৭ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগকরেন তিনি। সনিয়া গান্ধির ব্যক্তিগতভাবে শোক প্রকাশের পাশাপাশি কংগ্রেস দলও জেটলির প্রয়াণে শ্রদ্ধা নিবেদন করেছে। 

Arun Jaitley Funeral: রবিবার দিল্লির নিগম বোধ ঘাটে অরুণ জেটলির শেষকৃত্য:জেপি নাড্ডা

এদিন প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে কংগ্রেস (Congress) ট্যুইট করে জানায়, ‘অরুণ জেটলির প্রয়াণের খবরে আমরা গভীর শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো। এই পরিস্থিতিতে জেটলির শোকবিহ্ববল পরিবারকে দৃঢ় হতে প্রার্থনা করছি।'

কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Surjewala) ট্যুইটে লেখেন, ‘অরুণ জেটলির প্রয়াণে শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানাই। একজন বিচক্ষণ সংসদ সদস্য হিসাবে তিনি সর্বদা মনে থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।'

দুঁদে আইনজীবী ও কংগ্রেস নেতা কপিল সিব্বাল (Kapil Sibal) জেটলিকে নিয়ে তাঁর স্মৃতিচারণায় বলেন, ‘অরুণজেটলি আর নেই শুনেই খুব খারাপ লাগছে। একজন পুরনো বন্ধু এবং প্রিয় সতীর্থ জেটলি তাঁর রাজনৈতিক ভদ্রতা এবং ভারতের অর্থমন্ত্রী হিসাবে অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি সামঞ্জস্যপূর্ণ ছিলেন না। বন্ধুবান্ধব এবং তাঁর দলের পাশে অবিচল ছিলেন তিনি।' 

Arun Jaitley funeral: মোদিকে সফর বাতিল না করার অনুরোধ জানাল জেটলির পরিবার

প্রবীণ কংগ্রেস নেতা অহমেদ প্যাটেল (Ahmed Patel) বলেন, ‘একজন বাগ্মী ও ভালো মনের মানুষকে হারালাম।' এছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও (Ashok Gehlot) প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। ভূপেনন্দরসিং হুডা (Bhupinder Singh Hooda) ও শশী থারুরও (Shashi Tharoor) সংবেদনা জানিয়েছেন জেটলির পরিবারকে। শশী থারুর জেটলির সঙ্গে তাঁর স্মৃতিচারণায় বিশ্ববিদ্যালয়ের আমলের কথা তুলে ধরেছেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.