This Article is From Aug 24, 2019

বাসভবনে শায়িত প্রয়াত Arun Jaitley-র দেহ, শ্রদ্ধা নিবেদন রাজনৈতিক ব্যক্তিত্বদের

৬৬ বছর বয়সে দিল্লির এইমসে প্রয়াত অরুণ জেটলি। সন্ধ্যায় মরদেহ আনা হয় জেটলির দিললির বাড়িতে।

বাসভবনে শায়িত প্রয়াত Arun Jaitley-র দেহ, শ্রদ্ধা নিবেদন রাজনৈতিক ব্যক্তিত্বদের

প্রয়াত জেটলিকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাজ্ঞাপন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।

নয়াদিল্লি:

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (Ram Nath Kovind) এবং বিজেপি সভাপতি অমিত শাহ (Amit Shah) সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত অরুণ জেটলির (Arun Jaitley) দক্ষিণ দিল্লির কৈলাশ কলোনির বাসভবনে গিয়ে প্রাক্তন অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ৬৬ বছর বছর বয়সে দিল্লির এইমসে শনিবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেতা অরুণ জেটলি। এদিন সন্ধ্যায় জেটলির দেহ তাঁর বাসভবনে এনে রাখা হয়। কাঁচের শকটে শায়িত জেটলির দেহ। দলের নেতা, কর্মীরাই দেহ নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেন। অমিত শাহ ছাড়াও এদিন প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান হর্ষ বর্ধন, জিতেন্দ্র সিং, এস জয়শঙ্কর। ছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। শেষ শ্রদ্ধা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতের সবচেয়ে বড় কর সংস্কার করেছিলেন অরুণ জেটলি

আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “দেশের অন্যতম সেরা রাজনীতিবিদ ছিলেন অরুণ জেটলি। ভালো মানুষ ও বাগ্মী হিসাবেও প্রসিদ্ধ ছিলেন তিনি। আমার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল। এটা অপূরণীয় ক্ষতি। দিল্লি তাঁর অভাব বোধ করবে।”

পাশাপাশি, প্রয়াত নেতার শকটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, রাজ্যবর্ধন সিং রাঠোর, পরভেশ সাহিব সিং। এনডিএ শরিক শিরোমণি অকালি দল প্রধান সুখবির সিং বাদল ও কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌরও এদিন জেটলির বাড়িতে আসেন প্রয়াত নেতাকে শ্রদ্ধা নিবেদনের জন্য।

.