আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই!
দিন কয়েক ধরে মিম ছড়িয়েছে সোশ্যালে। করোনা লকডাউনে এতটাই দূষণ কমেছে দেশের যে বারাসাত স্টেশন থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে স্পষ্ট! এতটা না হলেও কিছুটা তো অবশ্যই কমেছে দূষণ। তারই ফলাফল, জলন্ধরের (Jalandhar) মানুষ প্রায় এক দশক পরে বাড়ির ছাদ থেকে দেখতে পাচ্ছেন হিমাচল পর্বতচূড়া (Himachal Mountains)! ভরা গরমে বরফ ঢাকা পাহাড় চূড়া দেখে এতটাই আনন্দ পেয়েছেন শহরবাসী যে ২১ দিনের লকডাউনের জন্য প্রাণ খুলে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। কেউ কেউ রসিকতা করে বলেওছেন, পুরোটাই করোনার (coronavirus) করুণা! সব কিছুরই ইতিবাচক দিক আছে।
করোনা আক্রান্ত বাবা-মায়ের সন্তান হয়েও সুস্থ নবজাতক, স্বস্তিতে সবাই
এর আগে কবে শেষ বাড়িতে বসে শহরবাসী দেখেছিলেন হিমেল পর্বত? স্মরণে নেই তাঁদের। তবে হিমাচল প্রদেশের ধৌলধর পর্বতশ্রেণির দর্শন মিলবে, ভাবতেও পারেননি কেউ। ফলে, সবাই ভীষণ উত্তেজিত। ছবি তুলে, ভিডিও করে টপাটপ সবাই শেয়ার করছেন ফেসবুকে। সঙ্গে সঙ্গে সবার পোস্ট ভাইরাল। প্রবীণ নাগরিকদের উচ্ছ্বাস, এক প্রজন্ম পরে এভাবে শহর থেকে দেখা যাচ্ছে, 'আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই!'
লকডাউনে দিল্লি সহ ৯০টি শহরে দূষণের মাত্রা কমেছে আশ্চর্যজনকভাবে। মহামারী ঠেকাতে ১৩০ কোটি দেশবাসী ঘরবন্দি। রাস্তায় চলছে না কোনও যানবাহন। বন্ধ সমস্ত কল-কারখানা। তারই সুফল এটা, মনে করছেন সবাই।
৩০ এপ্রিল পর্যন্ত বুকিং বন্ধ এয়ার ইন্ডিয়ার
যদিও গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে করোনা ভাইরাসে (Coronavirus India) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এদেশে নতুন করে ওই মারণ ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬০১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯০২ জন। এর মধ্যে ৬৮ জনের ইতিমধ্যেই মৃত্যু (Coronavirus India Deaths) হয়েছে। সবচেয়ে ভয়ের কথা, একদিনের মধ্যে ১২ জন মারা গেছে এই রোগে আক্রান্ত হয়ে। ফলে আতঙ্ক যেন ক্রমশ আরও জাঁকিয়ে বসছে দেশের মানুষের মনে। সরকারি আধিকারিকদের মতে গত মাসে দক্ষিণ দিল্লিতে ইসলামী গোষ্ঠী তাবলিগ-ই-জামাতের ধর্মীয় সমাবেশে উপস্থিত কিছু মানুষের মাধ্যমেই এই সংক্রমণ আরও দ্রুত হারে ছড়াচ্ছে দেশ জুড়ে। এখনও পর্যন্ত ওই জমায়েতে যাঁরা হাজির হয়েছিলেন তাঁদের মধ্যে ৩৬০ জনেরও বেশি মানুষের শরীরে ধরা পড়েছে COVID-19 ভাইরাসের সংক্রমণ। সব মিলিয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে মারণ ভাইরাস করোনা।
World
67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.
India
4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.
State & District Details