This Article is From Aug 29, 2018

পরের মাস থেকে পথ চলা শুরু করছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

আগামী মাসের মাঝামাঝি এই সার্কিট বেঞ্চ চালু হয়ে  যাবে। বেঞ্চের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত যা খবর তাতে অনুষ্ঠান হবে 10  তারিখ।

পরের মাস থেকে পথ চলা শুরু করছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

এই বেঞ্চ তৈরি প্রসঙ্গে একটি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে

কলকাতা:

উত্তরবঙ্গের মানুষের দীর্ঘ দিনের চাহিদা ছিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এবার সেই দাবি পূরণ হতে চলছে। সূত্রের খবর, আগামী মাসের মাঝামাঝি এই সার্কিট বেঞ্চ চালু হয়ে  যাবে। বেঞ্চের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত যা খবর তাতে অনুষ্ঠান হবে 10  তারিখ। তবে আরও কয়েকটি বিষয় দেখে নেওয়ার পর দিন চূড়ান্ত হবে।  আপাতত ঠিক হয়েছে জলপাইগুড়ির জেলা শাসকের ডাকবাংলো থেকে কাজ করবে এই সার্কিট বেঞ্চ। গত সপ্তাহে ডাকবাংলোর পরিকাঠামো খতিয়ে দেখে যান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্য এবং চার প্রবীণ বিচারপতি। তাঁদের সঙ্গেই গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং গৌতম দেব। সমস্ত দিক খতিয়ে দেখে তাঁরা সন্তুষ্ট। এবার কলকাতা হাইকোর্টের সমস্ত বিচারপতি মিলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত জানানো হবে রাষ্ট্রপতিকে। তারপর নির্দেশিকা জারি করবে রাইসিনা হিলস। 2012 সালে তৎকালীন  প্রধান বিচারপতি জে এন প্যাটেল এই  সার্কিট বেঞ্চ গঠনের ব্যাপারে  উদ্যোগ নেন।

অন্যদিকে এই বেঞ্চ তৈরি প্রসঙ্গে একটি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। আবেদকারীর দাবি নিয়ম ভেঙে সার্কিট বেঞ্চ উদ্বোধনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদনকারীর হয়ে সওয়াল করছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলা দায়ের হয়েছে। শুনানিতে বিকাশরঞ্জনের দাবি ক্ষমতার বাইরে  গিয়ে কাজ করেছেন মুখ্যমন্ত্রী। এ ধরবের ঘোষণা করার অধিকার রাষ্ট্রপতি ছাড়া কারও নেই।         

 

 

 

   

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.