This Article is From Feb 19, 2019

রাজ্যে গ্রেফতার জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্য

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে মুর্শিদাবাদের বাসিন্দা আসিফ ইকবাল ওরফে নদিমকে সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার করা হয়।

রাজ্যে গ্রেফতার জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্য
সাঁতরাগাছি:

রাজ্যে গ্রেফতার জামা উল মুজাহিদিন (বাংলাদেশ) সদস্য। সাঁতরাগাছি স্টেশন থেকে রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে মুর্শিদাবাদের বাসিন্দা আসিফ ইকবাল ওরফে নদিমকে সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার করা হয়।

২০১৭ থেকে জেএমবির সঙ্গে যুক্ত ধৃত নাদিম। চেন্নাই গিয়ে কৌসরের কাছে প্রশিক্ষণ নিয়েছিল সে, ২০১৮ সালে এনআইএ-র হাতে ধরা পড়ে কৌসর।

'পুলওয়ামায় নিহত সেনাদের 'শহিদ' বলা হবে কেন', প্রশ্ন তুলে চাকরি গেল কলকাতার শিক্ষকের

আধিকারিকরা জানিয়েছেন, ইকবালকে আদালতে তোলা হলে তাকে ৫ মার্চ পর্যন্ত নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

এক সপ্তাহের মধ্যেই এই নিয়ে দুজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হল।

এর আগে শনিবার বাবুঘাট থেকে গ্রেফতার করা হয় ২২ বছরের আরিফুল ইসলাম ওরফে আরিফ নামে এক যুবককে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.