This Article is From Feb 03, 2020

‘‘কমবয়সি বাচ্চারা ভুল করে গুলি চা‌লিয়েছে’’: বিজেপি সাংসদ অর্জুন সিংহ

উত্তরপ্রদেশে দুই দক্ষিণপন্থী নেতার খুনের ঘটনার সঙ্গে দিল্লির গুলি চালানোর ঘটনার তুলনা করে অর্জুন সিংহ বলেন, ওই হত্যা নিয়ে কেউ কোনও কথা বলছেন‌ না।

‘‘কমবয়সি বাচ্চারা ভুল করে গুলি চা‌লিয়েছে’’: বিজেপি সাংসদ অর্জুন সিংহ

শাহিনবাগে গুলি চলার ঘটনা নিয়ে মুখ খুললেন অর্জুন সিংহ।

হাইলাইটস

  • শাহিনবাগে ও জামিয়া মিলিয়া চত্বরে গুলি চালানো নিয়ে মুখ খুললেন অর্জুন সিংহ
  • জানালেন, বাচ্চারা ভ্রমবশত গুলি চা‌লিয়েছে
  • রবিবার রাতে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় আবারও গুলি চালানোর ঘটনা ঘটে
নয়াদিল্লি:

‘আমাদের তরুণরা' গুলি চালিয়েছে ‘সংশয়ে'। দিল্লির শাহিনবাগে ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে গুলি চালানোর ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ এমন দাবি করলেন। তিনি ব‌লেন, ‘‘যেভাবে শাহিনবাগে মুসলিমরা এসে বসে রয়েছে বিরোধীদের দ্বারা সুরক্ষিত হয়ে... জামিয়ায় যা ঘটেছে তার সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের কোনও সম্পর্ক নেই। আমাদের কমবয়সি বাচ্চারা ভুল করে গুলি চা‌লিয়েছে।'' রবিবার রাতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। এই নিয়ে চার দিনের মধ্যে দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনে তৃতীয় বার গুলি চালানোর ঘটনা ঘটল। এক কিশোর জামিয়া চত্বরে গুলি চালানোর তিন দিনের মাথায় শনিবার আবারও এক যুবক পুলিশ ব্যারিকেডের কাছেই শাহিনবাগে গুলি চালায়। এরপর রবিবার আবারও ঘটল এমন ঘটনা।

CAA Protest: দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ফের চলল গুলি, এই নিয়ে তৃতীয়বার!

উত্তরপ্রদেশে দুই দক্ষিণপন্থী নেতার খুনের ঘটনার সঙ্গে দিল্লির গুলি চালানোর ঘটনার তুলনা করে অর্জুন সিংহ বলেন, ওই হত্যা নিয়ে কেউ কোনও কথা বলছেন‌ না।

তিনি বলেন, ‘‘সবাই ওই গুলি চালানোর কথা বলছে, যাতে কেউ মারা যাননি। কিন্তু উত্তরপ্রদেশে হিন্দু মহাসভার দুই নেতাকে খুন করা হল। কেউ তা নিয়ে কোনও কথা বলছে না।''

লখনউয়ে বিশ্ব হিন্দু মহাসভার মুখ্য রঞ্জিৎ বচ্চনকে বাইকে করে আসা আততায়ীরা গুলি চা‌লিয়ে হত্যা করে। সম্প্রতি এই নিয়ে দু'জন দক্ষিণপন্থী নেতার হত্যার ঘটনা ঘটলা লখনউয়ে। এর আগে অক্টোবরে হিন্দু সমাজ পার্টির সভাপতি কমলেশ তিওয়ারিকে তাঁর বাড়িতেই আক্রান্ত হতে হয়। তাঁর শরীরে ১৫ বার ছুরির কোপ মারা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই নেতার।

.