ইউরোপিয় ইউনিয়নের নেতাদের সফরের আগেই এই এনকাউন্টার (প্রতীকি)
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir, আপেল বোঝাই এক ট্রাক চালককে হত্যা করল জঙ্গিরা, সোমবার এমনটাই জানিয়েছে পুলিশ। গত দু সপ্তাহে এই নিয়ে চারবার আপেল বহনকারী ট্রাকচালকদের ওপর হামলা চালাল জঙ্গিরা। এএনআই জানিয়েছে, বিজবেহরা এলাকায় নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তার কয়েকঘন্টা আগে, সোপোরে গ্রেনেড হামলায় আহত হ ১৫জন নাগরিক। ঘটনাচক্রে, মঙ্গলবার, জম্মু ও কাশ্মীরে সফরে যাওয়ার কথা রয়েছে, ইউরোপিয় ইউনিয়নের ২৭ জনের প্রতিনিধি দলের, তার আগেই এই হামলা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এর আগে, সোপোরে বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। তাঁদের মধ্যে একজনকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক পুলিশের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সেই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।