জম্মু ও কাশ্মীরের তরুণদের উদ্দেশেও বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।
হাইলাইটস
- পাকিস্তান সঠিক ‘‘আচরণ’’ না করলে আবারও গোলাবর্ষণ করার হুঁশিয়ারি
- হুঁশিয়ারি দিলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক
- জম্মু ও কাশ্মীরের তরুণদের উদ্দেশেও বার্তা দেন রাজ্যপাল
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল (J&K Governor) সত্যপাল মালিক সোমবার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানকে (Pakistan)। জানিয়ে দিলেন, সঠিক ‘‘আচরণ'' না করলে আবারও গোলাবর্ষণ (artillery strikes) করবে ভারত। পাশাপাশি নভেম্বর মাস থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলা জম্মু ও কাশ্মীরের তরুণদের উদ্দেশেও বার্তা দিলেন রাজ্যপাল। তিনি বলেন, ‘‘১ নভেম্বর থেকে নতুন কাশ্মীরের দেখা মিলবে। আমি এই সব ছেলেদের বলতে চাই, কী পেয়েছ তোমরা? রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখতে হবে।'' রবিবার ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে গোলাবর্ষণ করে। পাকিস্তানের ভারতে জঙ্গি ঢোকানোর প্রচেষ্টার প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
ফারুক আবদুল্লাকে জন্মদিনের উপহার, 'কঠিন সময়ে' পাশে দাঁড়ানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর
তিনি বলেন, ‘‘পাকিস্তান সঠিক আচরণ করুক। যদি তা না করে তাহলে গতকাল যা করা হয়েছে আমরা আবার করব। আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করব। এবং যদিও তাও ওরা না সংযত হয়, আমরা ওখানে যাব এবং ধ্বংস করব।''
রবিবার সন্ধ্যায় গোলাবর্ষণের কথা ঘোষণা করে জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছিলেন, তিনটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং ছয় থেকে দশ জন পাক সেনা মারা গেছে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘সমসংখ্যক জঙ্গিকেও খতম করা হয়েছে।''
এই নেতা "বিজেপির মধ্যে সবচেয়ে সৎ মানুষ", কার কথা বললেন রাহুল গান্ধি?
তিনি জানান, সেনার কাছে খবর ছিল জঙ্গিরা তংধর এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়, ওরা অনুপ্রবেশের চেষ্টা করার আগেই জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করা হবে।