This Article is From Aug 17, 2019

ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর, চালু হল ৫০,০০০-এরও বেশি ল্যান্ডলাইন, চালু ইন্টারনেট

কাশ্মীরে প্রায় শতাধিক টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে সতেরোটি চালু করা হয়েছে। জম্মু অঞ্চলের পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে।

৪ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীর এক অভূতপূর্ব অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে

নয়া দিল্লি:

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর (Jammu And Kashmir)। শনিবার সকালে কাশ্মীর (Kashmir) উপত্যকায় চালু হল ৫০,০০০-এরও বেশি ল্যান্ডলাইন (Landlines), সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন সেখানকার আধিকারিকরা। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক পদক্ষেপের আগেই জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তার প্রায় দুই সপ্তাহ পরে কাশ্মীরের ফোন লাইনগুলি আংশিকভাবে চালু হল। এর আগে কিছুটা স্বাভাবিক হয় জম্মুর (Jammu) পরিস্থিতি। কাশ্মীরে প্রায় শতাধিক টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে সতেরোটি চালু করা হয়েছে শনিবার। মধ্য কাশ্মীরের বদগাম, সোনামার্গ এবং মণিগাম অঞ্চলে ল্যান্ডলাইন পরিষেবাগুলি পুনরুদ্ধার করা হয়েছে। উত্তর কাশ্মীরের গুরেজ, টাঙ্গমার্গ, উরি কেরান কর্নাহ এবং তাংধর অঞ্চলে পরিষেবাগুলি পুনরুদ্ধার করা হয়েছে। শ্রীনগরের, নাগরিকদের বসবাসের স্থান, ক্যান্টনমেন্ট এলাকা এবং বিমানবন্দর এলাকায় ল্যান্ডলাইনগুলি ফের চালু হয়েছে।

জম্মুতে কংগ্রেসের দুই প্রবীণ নেতাকে গ্রেপ্তার নিয়ে টুইটারে রাহুল গান্ধীর ক্ষোভ প্রকাশ

ইতিমধ্যে জম্মু অঞ্চলের পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট (Mobile Internet) সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। এই অঞ্চলের জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলাগুলিতে টু জি মোবাইল ইন্টারনেট পরিষেবা ফিরে এসেছে।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক পদক্ষেপের আগেই গত ৪ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন থেকেই অভূতপূর্ব সুরক্ষার আওতায় রয়েছে গোটা উপত্যকা অঞ্চল। কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে ওই রাজ্যের বিশেষ মর্যাদা অবলুপ্তি করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হবে।

বিধিনিষেধ কমিয়ে আনার জন্য প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলির ফলে রাজ্যের সরকারি দফতরগুলি  ধীরে ধীরে পুরোপুরি চালু হচ্ছে। শুক্রবার মুখ্য সচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই সেখানকার স্কুলগুলি "অঞ্চল অনুযায়ী" চালু হবে এবং পর্যায়ক্রমে টেলিফোন পরিষেবাও পুনরুদ্ধার করা হবে।

কাশ্মীর নিয়ে রুদ্ধধার বৈঠক রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের

শুক্রবার সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানায় যে প্রতিদিন জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

এর আগে নিরাপত্তা বজায় রাখার স্বার্থে কাশ্মীর (Kashmir) উপত্যকায় ফোন পরিষেবা এবং ইন্টারনেট সংযোগগুলি স্থগিত করা হয় এবং কারফিউ-এর মতো বিধিনিষেধ চালু করা হয়।

কাশ্মীর উপত্যকার প্রায় ৪০০ জন রাজনৈতিক নেতা এখনও আটক রয়েছেন। পাশাপাশি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী- মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে গ্রেফতারও করা হয়।

.