নিরাপত্তারক্ষীদের অধীনে থাকা এই গ্রামগুলিতে এটাই প্রথম তল্লাশি নয়।
শ্রীনগর: পুলিশ জানাল, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার প্রায় দু'ডজনের বেশি গ্রামে ব্যাপক তল্লাশি পর্ব শুরু করেছে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি চলছে পুত্রীগাঁও, রোহমু, রাজপোরা, মাতৃগাঁও, গুসু, ফ্রাসিপোরা সহ অন্যান্য গ্রামে। কর্তব্যরত পুলিশ অফিসার জানান, "এখনও পর্যন্ত তল্লাশি চালাতে গিয়ে কোনও গ্রামেই কোনওরকম গোলাগুলি চলার খবর পাওয়া যায়নি"।
নিরাপত্তারক্ষীদের অধীনে থাকা দক্ষিণ কাশ্মীরের এই এলাকাগুলিতে এটাই প্রথম তল্লাশিপর্ব নয়। এর আগেও এমন তল্লাশির বহু নজির রয়েছে।
এই এলাকাগুলিতে তল্লাশি চলে মূলত লুকিয়ে থাকা জঙ্গিদের পাকড়াও করার উদ্দেশ্যে। সকাল থেকেই চলেছে আজকের তল্লাশিপর্ব। কতজন জঙ্গিকে ধরতে পারল নিরাপত্তাবাহিনী অথবা আদৌ কাউকে ধরতে পারল কি না, সবই জানা যাবে এই তল্লাশিপর্বের শেষেই।